IPL Auction 2025 Live

COVID-19 In India: গোটা দেশে ৩৯ বিদেশ ফেরৎ যাত্রী করোনা সংক্রমিত, ভয় বাড়ছে ভারতে

গত ২৪ ডিসেম্বর থেকে দেশের সবকটি বিমানবন্দরে বিদেশ ফেরৎ যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। গত ৩ দিনে ৪৯৮ জন বিদেশ ফেরৎ যাত্রীর করোনা পরীক্ষা হয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দরে। যার মধ্যে ৩৯ জন যাত্রীর শরীরে মেলে কোভিড সংক্রমণ।

COVID 19 Test (Photo Credit: File Photo)

দিল্লি, ২৮ ডিসেম্বর: ফের ভয় বাড়াচ্ছে কোভিড (COVID 19)। নতুন করে করোনা (Corona) সংক্রমণ রুখতে গোটা দেশ জুড়ে আন্তর্জাতিক যাত্রীদের কোভিড পরীক্ষা করানো হচ্ছে বিমানবন্দরগুলিতে। তার জেরে এবার দেশ জুড়ে ৩৯ জন বিদেশ ফেরৎ যাত্রীর শরীরে মিলল করোনা ভাইরাস। দেশের বিভিন্ন বিমানবন্দরে এই যাত্রীরা বিদেশ থেকে নামেন। ভারতে নামার পর তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ফলে সামনে আসে করোনা সংক্রমিতর খবর। গোটা দেশ জুড়ে নতুন করে যে ৩৯ জন বিদেশ ফেরৎ যাত্রীর শরীরে করোনা সংক্রমণ মিলেছে, তার জেরে ভয় বাড়তে শুরু করেছে।

গত ২৪ ডিসেম্বর থেকে দেশের সবকটি বিমানবন্দরে বিদেশ ফেরৎ যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। গত ৩ দিনে ৪৯৮ জন বিদেশ ফেরৎ যাত্রীর করোনা পরীক্ষা হয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দরে। যার মধ্যে ৩৯ জন যাত্রীর শরীরে মেলে কোভিড সংক্রমণ। যে ৩৯ জন বিদেশ ফেরৎ যাত্রীর শরীরে করোনা সংক্রমণ মিলেছে, তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। পরিস্থিতি খতিয়ে দেখতেই মনসুখ মান্ডব্য বৃহস্পতিবার দিল্লি (Delhi) বিমানবন্দরে হাজির হবেন বলে খবর।