COVID 19 In India: করোনার কামড়, গত ২ সপ্তাহে মৃত্যু ২৩ জনের, ভ্রমণেও কি এবার বিধিনিষেধ?
JN.1 ধরা পড়ার পর ফের মাস্ক পরার নির্দেশিকা জারি করা হচ্ছে জরুরি ভিত্তিতে। জনবহুল জায়গা যেমন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তেমনি মাস্কও বাধ্যতামূলক এবার থেকে।
দিল্লি, ২১ ডিসেম্বর: গত ২ সপ্তাহে পরপর ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে কোভিডে (COVID 19) আক্রান্ত হয়ে। ওমিক্রনের (Omicron) সাব ভ্যারিয়েন্ট JN.1 ধরা পড়ার পর থেকেই আতঙ্ক ছড়াতে শুরু করে। কেরলে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN.1 ধরা পড়ার পর সেখানে আবার নতুন করে আক্রান্তের সংখ্যা নজরে আসে। শীতের মরসুম চলছে। শীতের মরশুমে করোনা ডালপালা মেলতে শুরু করলেও, তা যাতে মারাত্মক আকার না নেয়, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের তরফে করা হচ্ছে পদক্ষেপ।
আরও পড়ুন: COVID 19 In India: কোভিড আতঙ্ক, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৮, কেরলের সঙ্গে অন্য রাজ্যেও সতর্কতা
JN.1 ধরা পড়ার পর ফের মাস্ক পরার নির্দেশিকা জারি করা হচ্ছে জরুরি ভিত্তিতে। জনবহুল জায়গা যেমন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তেমনি মাস্কও বাধ্যতামূলক এবার থেকে। তবে মাস্ক বাধ্যতামূলক করা হলেও, এই মুহূর্তে ভ্রমণের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ জারি করা হচ্ছে না বলে খবর।
তবে বিমানবন্দরে হাজির হলে, এবার থেকে ফের আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। সেই সঙ্গে প্রত্যেক রাজ্যেও আরটিপিসিআর টেস্টের উপর জোর দিতে হবে বলে জানানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।