COVID 19: করোনার নয়া প্রজাতি ডেল্টার মতোই ভয়ঙ্কর? ভয় ধরাচ্ছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২

ব্রিটেনে থাবা বসাতে শুরু করেছে ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্ট বিএ.২। তবে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ ব্রিটেন। পরীক্ষানীরিক্ষার পর তবেই ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের বিষয়ে কিছু বলা সম্ভব বলে জানানো হয় ব্রিটেনের তরফে।

COVID 19: করোনার নয়া প্রজাতি ডেল্টার মতোই ভয়ঙ্কর? ভয় ধরাচ্ছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২
COVID 19 (Photo Credit: File Photo)

দিল্লি, ২৫ জানুয়ারি:  ওমিক্রনের পর এবার ফের করোনার নয়া প্রজাতির আগমণ? ওমিক্রন যেতে না যেতেই এবার বিএ.২ ভয় ধরাতে শুরু করেছে জনমানসে। বিএ.২ প্রজাতি নিয়ে মুখ খুললেন চিকিৎসক হর্ষ মহাজন। তিনি বলেন, বিএ.২-তে সনাক্ত বেশ কঠিন। জিনোম সিকোয়েন্স না করলে, ডেল্টা এবং বিএ.২-এর মধ্যে তফাৎ বোঝা শক্ত। জিনোম সিকোয়েন্স না করলে, আরটিপিসিআরের মাধ্যমে বিএ.২ কে সনাক্ত করা কঠিন বলে জানান হর্ষ মহাজন।

এদিকে ব্রিটেনে থাবা বসাতে শুরু করেছে ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্ট বিএ.২।  তবে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ ব্রিটেন। পরীক্ষানীরিক্ষার পর তবেই ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের বিষয়ে কিছু বলা সম্ভব বলে জানানো হয় ব্রিটেনের তরফে।

আরও পড়ুন:  West Bengal: 'রাজ্যের সরকারি অফিসাররা নিয়ম ভুলেছেন, আগুন নিয়ে খেলছেন', তোপ রাজ্যপালের

২০২১ সালের ১৭ নভেম্বরের রিপোর্ট অনুযায়ী বিএ.২ বিশ্বের ৪০টি দেশে হানা দিয়েছে। ডেনমার্ক, সুইডেন, ফিলিপিন্স, ফ্রান্স, নরওয়ে এবং সিঙ্গাপপুরে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট থাবা বসিয়েছে বলে খবর। পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে বিএ.২-এর ৫৩০টি নমুনা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

FIH Pro League: মনদীপ এবং দিলপ্রীত সিং-এর গোলে পুরুষদের এফ আই এইচ প্রো লিগে প্রথম জয় ভারতীয় পুরুষ হকি টিমের

ILT20 Qualifier 2 Live Streaming: ডেজার্ট ভাইপার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ, দ্বিতীয় কোয়ালিফায়ার, আইএলটি২০ ২০২৫, সরাসরি দেখবেন যেখানে

SL vs AUS 2nd Test, Day 2 Live Streaming: শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন, সরাসরি দেখবেন যেখানে

SA20 Qualifier 2 2025 Live Streaming: পার্ল রয়্যালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ, দ্বিতীয় কোয়ালিফায়ার, এসএ২০ ২০২৫, সরাসরি দেখবেন যেখানে

Share Us