COVID-19 Cases in India: দেশজুড়ে সুস্থ ৯৯ লক্ষ করোনা আক্রান্ত, শুরু হল ভ্যাকসিনের ড্ৰাই রানও

গত ২৪ ঘণ্টার মধ্যে ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৯,০৭৮। গতকাল ২২,৯২৬ জন করোনা সারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা ২২৪। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি তিন লক্ষ ছাড়িয়ে গেছে। এখনও করোনায় আক্রান্তের সংখ্যা ২,৫০,১৮৩। এখনও অবধি সুস্থ হওয়ার সংখ্যা ৯৯,০৬,৩৮৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, দেশজুড়ে ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১,৪৯,২১৮ এ পৌঁছেছে।

ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২ জানুয়ারি: গত ২৪ ঘণ্টার মধ্যে ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৯,০৭৮। গতকাল ২২,৯২৬ জন করোনা সারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা ২২৪। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি তিন লক্ষ ছাড়িয়ে গেছে। এখনও করোনায় আক্রান্তের সংখ্যা ২,৫০,১৮৩। এখনও অবধি সুস্থ হওয়ার সংখ্যা ৯৯,০৬,৩৮৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, দেশজুড়ে ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১,৪৯,২১৮ এ পৌঁছেছে। দেশজুড়ে করোনায় সুস্থতার সংখ্যা ৯৯ লাখ।

তবে নিশ্চিন্ত, শনিবার থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের ড্ৰাই রান। সারা দেশে বিনামূল্যেই করোনাভাইরাস ভ্যাকসিন (COVID-19 Vaccine) দেওয়া হচ্ছে। আজ একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan)। দিল্লিতে করোনাভাইরাস ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে আম আদমি পার্টির সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, দেশে কি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে? দিল্লি সরকার তো বিনামূল্যে দেবে। উত্তরে হর্ষ বর্ধন বলেন, শুধু দিল্লি নয়, সারা দেশে নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। আরও পড়ুন, দেশে বিনামূল্যেই করোনাভাইরাস ভ্যাকসিন দেওয়া হবে, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

আজ থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনা ভ্যাকসিনের ড্ৰাই রান। রাজ্যের দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙা স্বাস্থ্যকেন্দ্রে ২৫ জন করে স্বাস্থ্যকর্মী অংশ নিয়েছেন এই মহড়ায়। কীভাবে চলবে ভ্যাকসিনের ড্ৰাই রান? স্বাস্থ্যকর্মীদেরকে আগে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে ভ্যাকসিনেশন রুমে। ভ্যাকসিন নেওয়ার পর তাঁকে রাখা হবে অবজার্ভেশন রুমে। এই পর্বগুলিতে কড়া নজর রাখবেন স্বাস্থ্য আধিকারিকরা। ভ্যাকসিন বাজারে এলে তা কীভাবে বণ্টন করা হবে? প্রাথমিকভাবে কাদের ভ্যাকসিন দেওয়া হবে? ভ্যাকসিন সম্পর্কে কীভবে প্রচার করা হবে? মহড়ায় এই দিকগুলি খতিয়ে দেখা হবে।