Coronavirus Cases In India: কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা, দেশের মোট করোনা আক্রান্ত এখন ৮২.২৯ লাখ
৪৫ হাজার ২৩০ জন নতুন আক্রান্তকে নিয়ে এই মুহূর্তে দেশের মোট করোনা সংক্রামিতের সংখ্যা (Coronavirus Cases In India) পৌঁছালো ৮২.২৯ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৪৯৬ জন। সবমিলিয়ে দেশে মোট করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২২ হাজার ৬০৭ জন। অ্যাকটিভ কেস ৫ লাখ ৬১ হাজার ৯০৮। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫০টি অ্যাকটিভ কেস কমেছে। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৭৫ লাখ ৪৪ হাজার ৭৯৮ জন।
নতুন দিল্লি, ২ নভেম্বর: ৪৫ হাজার ২৩০ জন নতুন আক্রান্তকে নিয়ে এই মুহূর্তে দেশের মোট করোনা সংক্রামিতের সংখ্যা (Coronavirus Cases In India) পৌঁছালো ৮২.২৯ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৪৯৬ জন। সবমিলিয়ে দেশে মোট করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ২২ হাজার ৬০৭ জন। অ্যাকটিভ কেস ৫ লাখ ৬১ হাজার ৯০৮। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫০টি অ্যাকটিভ কেস কমেছে। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৭৫ লাখ ৪৪ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৫৩ হাজার ২৮৫। আজ থেকে করোনা টেস্টের সংখ্যা অনেকখানি বাড়ানো হয়েছে। আরও পড়ুন-Baba Ka Dhaba: এবার ইউটিউবার গৌরব ওয়াসানের বিরুদ্ধে থানায় গেলেন বাবা কা ধাবার মালিক কান্তা প্রসাদ, কিন্তু কেন?
আজ থেকে বৃহন্মুম্বই পুরসভা শহরের ২৪৪টি জায়গায় কোভিড টেস্ট শুরু করতে চলেছে। সকাল দশটা থেকে বেলা ১২টা পর্যন্ত বিএমসি-র নির্ধারিত জায়গাগুলিতে করোনা টেস্ট করা হবে। যিনি আগে আসবেন তিনিই এখানে আগে টেস্ট করানোর সুযোগ পাবেন। বিশ্বে করোনায় আক্রান্ত ৪.৬৪ কোটি মানুষ। ইতিমধ্যেই মারণ রোগের বলি ১১ লাখ ৯৯ হাজার ৬৮৪ জন। জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে ৩.১০ কোটি মানুষ ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের শুরুতেই হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সে নতুন করে হেলথ ইমার্জেন্সি চালু হয়েছে। কড়া লকডাউনও বলবৎ হয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)