Coronavirus Cases In India: মঙ্গলবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯১.৭৭ লাখ, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

৩৭ হাজার ৯৭৫ জন নতুন সংক্রামিতকে নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৯১.৭৭ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্ত ৯১ লাখ ৭৭ হাজার ৮৪ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৪৮০ জন। সবমিলিয়ে করোনা মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩৪ হাজার ২১৮ জন। এই মুহূর্তে মোট অ্যাকটিভ কেস ৪ লাখ ৩৮ হাজার ৬৬৭। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৬ লাখ ৪ হাজার ৯৫৫ জন।

ভারতে করোনা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৪ নভেম্বর: ৩৭ হাজার ৯৭৫ জন নতুন সংক্রামিতকে নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৯১.৭৭ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্ত ৯১ লাখ ৭৭ হাজার ৮৪ জন। গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৪৮০ জন। সবমিলিয়ে করোনা মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩৪ হাজার ২১৮ জন। এই মুহূর্তে মোট অ্যাকটিভ কেস ৪ লাখ ৩৮ হাজার ৬৬৭। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৬ লাখ ৪ হাজার ৯৫৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪২ হাজার ৩১৪ জন। দেশের মধ্যে সবথেকে করোনাত্রস্ত রাজ্য মহারাষ্ট্র। আরও পড়ুন-Donald Trump: অবশেষে জো বিডেনকে ক্ষমতা হস্তান্তরে রাজি ডোনাল্ড ট্রাম্প, তবে যুদ্ধ চালিয়েই যাবেন

সংখ্যার নিরিখে দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ। তারপর কর্ণাটক। তাছাড়া হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে। দীপাবলির পর সংক্রমণের গতি রুখতে বিভিন্ন রাজ্যেই নতুন করে লকডাউন ও রাতের কার্ফিউ বলবৎ হয়েছে। সোমবার রাত থেকে আমেদাবাদে নাইট কার্ফিউ জারি হয়েছে। ৭ ডিসেম্বর পর্যন্ত এই রাতের কার্ফিউ বলবৎ থাকবে। দিল্লি ও গুজরাটে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নেওয়া দুই রাজ্যের সরকারকেই তুলোধনা করেছে দেশের শীর্ষ আদালত। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজই ভিডিও কনফারেন্সে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী নরেনেদ্র মোদি। সারাদিনের এই আলোচনা সভায় প্রতিটি রাজ্যের করোনা পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট শুনবেন প্রধানমন্ত্রী। তারপর মুখ্যমন্ত্রীদের পরামর্শ মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।



@endif