Coronavirus Cases In India: আশা জাগিয়ে দৈনিক সংক্রমণ নিম্নমুখী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৭ লাখ
২৬হাজার ৫৬৭ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৯৭ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৩ হাজার ৭৭০ জন। গতকাল দেশে করোনার বলি হয়েছেন ৩৮৫ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪০ হাজার ৯৫৮ জন। গতকাল সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ৪৫ জন। ইতিমধ্যেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৯১ লাখ ৭৮ হাজার ৯৪৬ জন।
নতুন দিল্লি, ৮ ডিসেম্বর: ২৬হাজার ৫৬৭ জন নতুন করোনা আক্রান্তকে নিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা (Coronavirus Cases In India) ছাড়ালো ৯৭ লাখ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৩ হাজার ৭৭০ জন। গতকাল দেশে করোনার বলি হয়েছেন ৩৮৫ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনার মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৪০ হাজার ৯৫৮ জন। গতকাল সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ৪৫ জন। ইতিমধ্যেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৯১ লাখ ৭৮ হাজার ৯৪৬ জন। সুস্থদের মধ্যে একজনকে তাঁর দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৪.৫৯ শতাংশ।
মৃত্যুর হার ১.৪৫ শতাংশে স্থির হয়ে আছে। আইসিএমআর জানিয়েছে, গতকাল সারাদিনে ১০ লাখ ২৬ হাজার ৩৯৯ জনের কোভিড টেস্ট হয়েছে। দেশের মধ্যে সবথেকে করোনা বিধ্বস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে দৈনিক মৃত্যু আপাতত ৫০ এর নিচেই থাকছে। সুস্থতার হারও দ্বিগুণ হয়েছে। সোমবার দৈনিক সংক্রমণও ৫ হাজারের নিচে নেমেছে। এনিয়ে দ্বিতীয় দিন হল, মহারাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যু ৪০-এ দাঁড়িয়ে আছে। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনার বলি ৪৭ হাজার ৭৭৪ জন। গতকাল সারাদিনে করোনার বলি ৩ হাজার ৭৫ জন। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ১৮ লাখ ৫৫ হাজার ৩৪১ জন। আরও পড়ুন-Jersey Shoot: চণ্ডীগড়ে কৃষক আন্দোলনের জের, বন্ধ শাহিদ কাপুর অভিনীত জার্সি ছবির শুটিং
মহামারীতে বিশ্বের দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ভারত। আমেরিকা রয়েছে প্রথম স্থানে। মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা ১.৫ কোটিরও বেশি। প্রায় ৩ লাখ মার্কিন জনতা ইতিমধ্যেই করোনার বলি হয়েছেন।