Assembly Election 2024: শনিতে ভাগ্য নির্ধারণ, মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলার ৬টি বিধানসভা আসনে গণনা শুরু ৮টায়
লোকসভা নির্বাচনের পথ ধরে বিধানসভাতেও পদ্মের পতাকা উড়বে নাকি বিরোধী শিবিরগুলো টেক্কা দেবে! সেই টানাপড়েন নিয়েই শনির সকাল ৮টা থেকে শুরু ভোটের গণনা।
আজ শনিবার, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। লোকসভা নির্বাচনের পথ ধরে বিধানসভাতেও পদ্মের পতাকা উড়বে নাকি বিরোধী শিবিরগুলো টেক্কা দেবে! সেই টানাপড়েন নিয়েই শনির সকাল ৮টা থেকে শুরু ভোটের গণনা। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার ভাগ্য নির্ধারণের পাশাপাশি আজ বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ হবে এদিনই। নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া, তালডাংরা, মাদারিহাট ও সিতাই বিধানসভা উপনির্বাচনের গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথমে ব্যালট পেপার গণনা হবে তারপর ইভিএম (EVM) গণনা হবে।
মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসন (Maharashtra Assembly Election 2024) এবং ঝাড়খণ্ডে ৮১ টি বিধানসভা আসনের ফলাফল আর কিছুক্ষণের মধ্যে সামনে আসবে। মহারাষ্ট্রে একনাথ শিন্ডে এবং ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন ফের ক্ষমতায় ফিরবেন নাকি দুই রাজ্যই নতুন মুখ্যমন্ত্রী পাবে সেই দিকেই এখন সকলের নজর। মহারাষ্ট্রে বিজেপি অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠী এবং একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে জোর বেঁধে লড়েছে। অন্যদিকে কংগ্রেস ঝাড়খণ্ড ধরে রাখতে তার ইন্ডিয়া জোটের উপরেই ভরসা রেখেছে। সেই সঙ্গে মহাযুটি জোটের থেকে মহারাষ্ট্র ছিনিয়ে নেওয়ার অঙ্গীকারও নিয়েছে। শনির বেলা গড়াতে গড়াতে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ভাগ্য নির্ধারণ হবে।
বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল নিয়েও বেশ আশাবাদী শাসকদল তৃণমূল কংগ্রেস। কারণ ওই ৬টির মধ্যে ৫টিই তৃণমূলের দখলে। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটিতে জিতেছিল বিজেপি। তবে শাসক দলের আশা, মাদারিহাট সহ ৬টি আসনেই বড় ব্যবধানে জিতবে তারা। যদিও বিজেপির হিসাবে বলছে, মাদারিহাট ধরে রাখার পাশাপাশি অন্তত আরও দুই বিধানসভা তাঁদের দখলে আসতে চলেছে।