LPG Price Reduce: রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ১০ টাকা দাম কমল

দাম কমছে ডোমেস্টিক রান্নার গ্যাসের (LPG)। সিলিন্ডার প্রতি ১০ টাকা দাম কমানো হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation Limited)। নতুন দাম আগামীকাল থেকে কার্যকর হবে। রেকর্ড হারে বৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারণে গত কয়েকদিনে জ্বালানির দাম কমেছে। এবার গার্হস্থ্য রান্নার গ্যাসের (এলপিজি) দামও কমল। জানা যাচ্ছে, আগামীদিনে আরও কমবে রান্নার গ্যাসের দাম।

রান্নার গ্যাস (Photo Credit: File Image)

নতুন দিল্লি, ৩১ মার্চ: মধ্যবিত্তের খানিক স্বস্তি। দাম কমছে ডোমেস্টিক রান্নার গ্যাসের (LPG)। সিলিন্ডার প্রতি ১০ টাকা দাম কমানো হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation Limited)। নতুন দাম আগামীকাল থেকে কার্যকর হবে। রেকর্ড হারে বৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারণে গত কয়েকদিনে জ্বালানির দাম কমেছে। এবার গার্হস্থ্য রান্নার গ্যাসের (এলপিজি) দামও কমল। জানা যাচ্ছে,  আগামীদিনে আরও কমবে রান্নার গ্যাসের দাম।

গত মাসে পেট্রল এবং ডিজেলের দাম সর্বোচ্চে পৌঁছায়। এলপিজির দামও সাম্প্রতিক সপ্তাহগুলিতে সিলিন্ডারে প্রতি ১২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল। বিশ্ব বাজারে রান্নার গ্যাসের দাম নির্ভর করে  সৌদি আরবের এলপিজি-র দামের সঙ্গে। সেখানে দাম কমাতে আগামীতে এলপিজির দাম আরও কমার প্রবণতা দেখতে পাওয়া যাবে বলে জানিয়েছেন এক বিশেষজ্ঞ। আরও পড়ুন: PM Modi Spoke To HD Devegowda: করোনা আক্রান্ত এইচডি দেবেগৌড়ার স্বাস্থের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বর্তমানে, দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৮১৯ টাকা। কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা। মুম্বই ও চেন্নাইয়ের দাম যথাক্রমে ৮১৯ ও ৮৩৫ টাকা।