Coronavirus Outbreak in India: করোনাভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ, দেশবাসীর উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণের জেরে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আজ রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Narendra Modi)। এই ভাষণে করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও দেশবাসীকে সবিস্তারে জানাতে পারেন।
নতুন দিল্লি, ১৯ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণের জেরে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আজ রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Narendra Modi)। এই ভাষণে করোনাভাইরাস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও দেশবাসীকে সবিস্তারে জানাতে পারেন।
বুধবার রাতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন নরেন্দ্র মোদি। উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় ভারতের প্রস্তুতি আরও বৃদ্ধি করার নানা পন্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বুধবার রাতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে, করোনাভাইরাস রুখতে ব্যক্তি, স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী এবং সংগঠনগুলিকে সক্রিয়ভাবে যুক্ত করার বিষয়ে এই বৈঠকে বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগামী দিনে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তার রূপরেখা স্থির করতে সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞদের এগিয়ে আসার আবেদন করেছেন তিনি। আরও পড়ুন: Cow Urine: নরেন্দ্র মোদি, অমিত শাহ ও দিলীপ ঘোষকে গোমুত্র ও গোবরজল পাঠাবে ছাত্র পরিষদ
এদিকে ভারতের কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। সকালে মহারাষ্ট্রে আরও দু'জনের দেহে মিলেছে করোনাভাইরাস।