Suspension of International Flights Extended: ৩১ জানুয়ারি স্থগিত আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান
আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ানের (International Passenger Flights) স্থগিতাদেশ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বিমান চলাচলের নিয়ন্ত্রক ডিজিসিএ বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে বিশেষ পরিস্থিতি অনুমোদেনের ভিত্তিতে বাছাই করা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। এছাড়াও কার্গো পরিবহনেও নিষেধাজ্ঞা থাকছে না।
নতুন দিল্লি, ৩০ ডিসম্বর: আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ানের (International Passenger Flights) স্থগিতাদেশ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বিমান চলাচলের নিয়ন্ত্রক ডিজিসিএ বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে বিশেষ পরিস্থিতি অনুমোদেনের ভিত্তিতে বাছাই করা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। এছাড়াও কার্গো পরিবহনেও নিষেধাজ্ঞা থাকছে না।
করোনাভাইরাস মহামারীজনিত কারণে ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা স্থগিত রয়েছে। তবে জুলাই মাস থেকে নির্বাচিত দেশগুলির মধ্যে 'বন্দে ভারত মিশনের' আওতায় এবং 'এয়ার বাবল' ব্যবস্থাপনায় বিশেষ আন্তর্জাতিক বিমান চলছে। আরও পড়ুন: Anil Vij Health Update: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ, থাকবেন অক্সিজেন সাপোর্টে
অ্যামেরিকা, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহি, কেনিয়া, ভুটান এবং ফ্রান্স সহ ২৪টি দেশকে নিয়ে ভারত 'এয়ার বাবল প্যাক্টস' তৈরি করেছে। দুটি দেশের মধ্যে এই চুক্তির অধীনে আন্তর্জাতিক বিমান চলতে পারে।