Coronavirus In India: দেশে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ৮১
সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের ছুঁল ৮১। আজ এই খবর জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare)। মোট আক্রান্তদের মধ্যে ৬৪ জন ভারতীয় নাগরিক, ১৬ জন ইতালীয় এবং একজন কানাডিয়ান। স্বাস্থ্য মন্ত্রক আবারও উল্লেখ করেছে যে দেশে করোনাভাইরাস মহামরীর আকার নেয়নি। হাত পরিচ্ছন রাখা, নাক-মুখ ঢেকে রাখা এবং সামাজিক জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন দিল্লি, ১৩ মার্চ: সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের ছুঁল ৮১। আজ এই খবর জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare)। মোট আক্রান্তদের মধ্যে ৬৪ জন ভারতীয় নাগরিক, ১৬ জন ইতালীয় এবং একজন কানাডিয়ান। স্বাস্থ্য মন্ত্রক আবারও উল্লেখ করেছে যে দেশে করোনাভাইরাস মহামরীর আকার নেয়নি। হাত পরিচ্ছন রাখা, নাক-মুখ ঢেকে রাখা এবং সামাজিক জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ স্বাস্থ্যমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লভ আগরওয়াল বলেন, "এখন অবধি ভারতে মোট ৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত। ভারতে ফেরা সমস্ত যাত্রীকে কর্তৃপক্ষের কাছে তাদের ভ্রমণের ইতিহাস জাননো উচিত। এবং ডাক্তার দেখাতে যাওয়ার সময় প্রত্যেকের উচিত মাস্ক পরা।" আরও পড়ুন: Coronavirus in Maharashtra: পুনেতে ফের ১ জনের শরীরে করোনাভাইরাস, সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৭
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ভারত সরকার সব অভিবাসন চেকপোস্টগুলির মাধ্যমে আন্তর্জাতিক ট্র্যাফিক পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি বলেন, "আমাদের এই ধরনের ৩৭টি চেকপোস্ট রয়েছে এবং আমরা তার মধ্যে ১৯টি দিয়ে ভারতে ঢোকার অনুমতি দিয়েছি। বাংলাদেশ থেকে আসা বাস ও ট্রেনগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে ভুটান ও নেপালের নাগরিকদের ভারতে ভিসা মুক্ত প্রবেশাধিকার থাকবে।"