President Ramnath Kovind To Test Coronavirus: বিজেপি সাংসদ দুষ্মন্ত সিংয়ের সঙ্গে সাক্ষাৎ, করোনা পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
করোনার (Coronavirus) আতঙ্ক এবার রাইসিনা হিলে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ করাবেন করোনার পরীক্ষা। জানা গেছে, লন্ডন ফেরত বলিউড গায়িকার সঙ্গে লখনউয়ের (Lucknow) এক পার্টিতে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং তাঁর ছেলে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং। পার্টির পর নিয়মিত সংসদে যান দুষ্মন্ত। সংসদ ভবনে যে যে সংসদীয় কমিটির বৈঠকে দুষ্মন্ত সিং যান, বা সেন্ট্রাল হলে যাঁদের সঙ্গে কথাবার্তা বলেন প্রত্যেককেই আইসোলেশনে যেতে বলা হয়েছে।
নতুন দিল্লি, ২১ মার্চ: করোনার (Coronavirus) আতঙ্ক এবার রাইসিনা হিলে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ করাবেন করোনার পরীক্ষা। জানা গেছে, লন্ডন ফেরত বলিউড গায়িকার সঙ্গে লখনউয়ের (Lucknow) এক পার্টিতে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং তাঁর ছেলে বিজেপি সাংসদ দুষ্মন্ত সিং। পার্টির পর নিয়মিত সংসদে যান দুষ্মন্ত। সংসদ ভবনে যে যে সংসদীয় কমিটির বৈঠকে দুষ্মন্ত সিং যান, বা সেন্ট্রাল হলে যাঁদের সঙ্গে কথাবার্তা বলেন প্রত্যেককেই আইসোলেশনে যেতে বলা হয়েছে।
এছাড়াও ১৮ মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছিলেন দুষ্মন্ত সিং। এই খবর প্রকাশ্যে আসার পরই আতঙ্ক ছড়িয়েছে রাষ্ট্রপতি ভবনে। যদিও রাষ্ট্রপতি ভবন সূত্রে আরও জানা গেছে, সেদিন সব সাংসদরাই প্রাথমিক পরীক্ষার পর নৈশভোজে অংশ নিয়েছিলেন। রাজস্থানের সাংসদ দলের সঙ্গে দেখা করেছিলেন রাষ্ট্রপতি। সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। উদ্বেগ ছড়িয়েছে দুই মন্ত্রীকে ঘিরেও। ইতিমধ্যে আইসোলেশনে দুষ্মন্তের সংস্পর্শে আসা দুই সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং অনুপ্রিয়া প্যাটেলও। আরও পড়ুন, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫৮; গায়িকা কণিকা কাপুরের সংস্পর্শে থাকায় স্ববিচ্ছিন্নতার পথে হাঁটলেন বিজেপির বিধায়করা
বলিউড সংগীতশিল্পী কণিকা কাপুর (Kanika Kapoor) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যেখানে বিজেপি সাংসদ দুশ্যান্ত সিং উপস্থিত ছিলেন। বৈঠকের পরে তাঁর সংস্পর্শে আসা বেশ কয়েকজন সংসদ সদস্যদের আইসোলেশনে রাখা হয়েছে। কণিকা কাপুরের গোটা পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সম্প্রতি তিনি লন্ডন থেকে ফিরেছিলেন। লখনউতে একটি পার্টিতেও যোগ দিয়েছিলেন তিনি। গায়িকা কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।