Coronavirus Death Toll In India: আমেদাবাদে মৃত্যু আরও একজনের, করোনাভাইরাসে মৃত বেড়ে ২১

করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয় আরও ক জনর মৃত্যু হল দেশে। গুজরাতের আমেদাবাদে (Ahmedabad) ৪৬ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। সর্দার বল্লবভাই প্যাটেল হাসপাতালে (Sardar Vallabhbhai Patel Hospital) তিনি মারা যান। ২৬ মার্ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এনিয়ে গুজরাতে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হল। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড় দাঁড়ল ২১।

করোনা (Photo Credits: Pixarby)

আমেদাবাদ, ২৮ মার্চ: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয় আরও ক জনর মৃত্যু হল দেশে। গুজরাতের আমেদাবাদে (Ahmedabad) ৪৬ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। সর্দার বল্লবভাই প্যাটেল হাসপাতালে (Sardar Vallabhbhai Patel Hospital) তিনি মারা যান। ২৬ মার্ ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এনিয়ে গুজরাতে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হল। দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড় দাঁড়ল ২১।

মৃতদের মধ্যে পাঁচজন মহারাষ্ট্রের এবং চারজন গুজরাটের। কর্ণাটক ও মধ্যপ্রদেশে দু'জন করে মৃত্যুর রেকর্ড হয়েছে। বিহার, দিল্লি, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে একজন করে মানুষের মৃত্যু হয়েছে। কেরালায় আজ একজন মারা যান। আরও পড়ুন: First Death in Kerala For Coronavirus: করোনায় প্রথম মৃত্যু কেরালায়, আক্রান্তের সংখ্যা ১৭৩

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩। করোনাভাইরাস (Coronavirus) মামলার মধ্যে ৭৭৪ জনের শরীরে সক্রিয় রয়েছে। যদিও ৭৮ জনকে সুস্থ হয়ে যাওয়ায় ছেড়ে দেওয়া হয়। ২০ জন করোনাভাইরাসের কারণে প্রাণ হারান। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ১৮০ জন করোনায় আক্রান্ত। করোনাভাইরাসের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রেরই (Maharashtra)। কেরালায় ১৭৩ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওষুধ নিয়ন্ত্রক সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) স্থানীয় সিওভিড -১৯ টেস্ট কিট, ভ্যাকসিন এবং চিকিত্সার উন্নয়নের সুবিধার্থে পদক্ষেপ গ্রহণ করেছে।