Coronavirus In India: দেশে করোনা আক্রান্ত বেড়ে ৩২ হাজারের কাছে, মৃত্যু বেড়ে ১০০৮
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত মোট ১৮১৩ জন। ২৪ ঘণ্টার মৃত ৭১ জন। যা এখনও একদিনে সর্বোচ্চ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ হাজার ৭৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৭৯৭ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০৮। জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
নতুন দিল্লি, ২৯ এপ্রিল: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত মোট ১৮১৩ জন। ২৪ ঘণ্টার মৃত ৭১ জন। যা এখনও একদিনে সর্বোচ্চ। ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ হাজার ৭৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭৭৯৭ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০৮। জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের মধ্যে ২২,৯৮২ জনের চিকিৎসা চলছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে। ৪০০ জনের মৃত্যু সহ মোট আক্রান্তের সংখ্যা এই রাজ্যে ৯ হাজার ৩১৮। মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাত। এখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৭৪। মৃত্যু হয়েছে ১৮১ জনের। আরও পড়ুন: Coronavirus In West Bengal: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ৩৩
দিল্লিতে এখনও পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৩১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান ও মধ্যপ্রদেশ যথাক্রমে ২ হাজার ৩৬৪ এবং ২ হাজার ৫৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত। অন্যদিকে উত্তরপ্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ১১৫ জন।