Coronavirus Cases in India: খানিকটা স্বস্তি দেশের করোনা সংক্রমণে, মৃতের সংখ্যা ৪ লক্ষ ছুঁইছুঁই
ভারতে চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস স্ট্রেন। তৃতীয় ঢেউ আছড়ে পড়ারও আশঙ্কাপ্রকাশ রয়েছে। এরই মধ্যে গতকাল করোনা সংক্রমণের সংখ্যা কমার পর ফের বাড়ে আক্রান্তের সংখ্যা। তবে আজ এল খানিকটা স্বস্তির খবর। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৬৬৭। একই সময়ে মৃতের সংখ্যা ১,৩২৯। সুস্থতার সংখ্যা ৬৪ হাজার ৫২৭।
নতুন দিল্লি, ২৫ জুন: ভারতে চোখ রাঙাচ্ছে ডেল্টা প্লাস স্ট্রেন। তৃতীয় ঢেউ আছড়ে পড়ারও আশঙ্কাপ্রকাশ রয়েছে। এরই মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা (Coronavirus Cases in India) কমার পর গতকাল ফের বাড়ে আক্রান্তের সংখ্যা। তবে আজ এল খানিকটা স্বস্তির খবর। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৬৬৭। একই সময়ে মৃতের সংখ্যা ১,৩২৯। সুস্থতার সংখ্যা ৬৪ হাজার ৫২৭।
সবমিলিয়ে দেশে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ কোটি ০১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০ জন। সুস্থতার সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ২৮ হাজার ২৬৭ জন। এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮। এখনও পর্যন্ত ভ্যাক্সিনেশনের সংখ্যা ৩০,৭৯,৪৮,৭৪৪। আরও পড়ুন, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের উপর অত্যন্ত কার্যকর ফাইজার ভ্যাকসিন
বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৪ হাজার ০৬৯ জন৷ মারণ রোগের বলি ১ হাজার ৩২১ জন৷ শুক্রবারের বুলেটিনে মৃতের সংখ্যা খানিকটা বাড়লেও, কমেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। সেপ্টেম্বরেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক মহল। তৃতীয় ঢেউ আছড়ে পড়লে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় তাতে জোড় দেওয়া হচ্ছে রাজ্যগুলিতে।