Covid19: চতুর্থ ঢেউ? সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ছাড়ল, দৈনিক সংক্রমণ কিছুটা কমে ১৬ হাজারে

করোনার (COrona Virus) চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। দেশে সক্রিয় আক্রান্তের (Active Cases) সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৭১১ জন।

Corona Virus. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৩ জুলাই: করোনার (COrona Virus) চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। দেশে সক্রিয় আক্রান্তের (Active Cases) সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ১১ হাজার ৭১১ জন। সংখ্যাটা পরিষ্কার চিন্তায় রাখছে। তবে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১৬,১০৩। গতকাল, যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছিল। দৈনিক সংক্রমণের হার (Daily Positivity rate) এখন ৪.২৭ %।

কোভিডের কারণে গত ২৪ ঘণ্টায় ৩১ জন মারা গিয়েছেন। সরকারী হিসেবে অনুযায়ী দেশে এখনও পর্যন্ত করোনার কারণে ৫ লক্ষ ২৫ হাজার ১৯৯ জন মারা গিয়েছেন। করোনাকে হারিয়ে গত একদিনে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯২৯ জন। একটাই আশার খবর, করোনা টিকা দেওয়ার কাজ বেশ গতির সঙ্গেই হচ্ছে। এখনও পর্যন্ত ভারতে ১৯৭ কোটি ৯৫ লক্ষ ৭৩ হাজারের মত করোনা টিকার ডোজ দেওয়া হয়ে গিয়েছে। আরও পড়ুন: 

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় করার দাবি, মমতাকে চিঠি অধীরের 

দেখুন টুইট

দেশে বর্তমানে করোনা আক্রান্তের বিচারে সবচেয়ে বেশি আসছে কেরল ও মহারাষ্ট্র থেকে। কেরলে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারের গোড়ায়। দেশে নয়া করোনা আক্রান্তের ২২.৮৪% আসছে কেরল থেকে। সেখানে মহারাষ্ট্র দৈনিক আক্রান্ত ৩,২৪৯ জন। কেরল, মহারাষ্ট্রের পিছনেই আছে তামিলনাড়ু (দৈনিক ২৩৮৫), পশ্চিমবঙ্গ (১৭৩৯) ও কর্ণাটক (১০৭৩)।



@endif