Corona Mobile Testing Clinic: পাঞ্জাবে এবার আক্রান্তের দরজার সামনে পৌঁছাবে করোনা টেস্টের মোবাইল ক্লিনিক, উদ্বোধনে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং

শুক্রবার করোনা মোবাইল টেস্টিং ক্লিনিক (Corona Mobile Testing Clinic) ও অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। ওয়ার্ল্ড পাঞ্জাবি অ্যাসোসিয়েশনের সভাপতি বিক্রমজিৎ সাহানির তরফে পাঞ্জাব সরকারের কাছে এই মোবাইল টেস্টিং ক্লিনিক ও অ্যাম্বুল্যান্স অনুদান এসেছে। এই করোনা মোবাইল ক্লিনিক পাঞ্জাবেই কাজে লাগানো হবে। এই ক্লিনিকে কনট্যাক্ট ছাড়াই থার্মাল টেস্টিং হবে। সঙ্গে নাসোফেরেঞ্জিাল টেস্ট ও অ্যারোফেরেঞ্জিয়াল সোয়াব টেস্টও হবে। সম্পূর্ণভাবে বাতানুকুল এই মোবাইল ইউনিটের একটি পৃথক অ্যাম্বুল্যান্সও রয়েছে। যেটি সংকটে থাকা রোগীদের উদ্ধারে কাজে লাগবে।

করোনা মোবাইল টেস্টিং ক্লিনিক ও অ্যাম্বুল্যান্স (Photo Credits: IANS)

চণ্ডীগড়, ২৮ আগস্ট: শুক্রবার করোনা মোবাইল টেস্টিং ক্লিনিক (Corona Mobile Testing Clinic) ও অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। ওয়ার্ল্ড পাঞ্জাবি অ্যাসোসিয়েশনের সভাপতি বিক্রমজিৎ সাহানির তরফে পাঞ্জাব সরকারের কাছে এই মোবাইল টেস্টিং ক্লিনিক ও অ্যাম্বুল্যান্স অনুদান এসেছে। এই করোনা মোবাইল ক্লিনিক পাঞ্জাবেই কাজে লাগানো হবে। এই ক্লিনিকে কনট্যাক্ট ছাড়াই থার্মাল টেস্টিং হবে। সঙ্গে নাসোফেরেঞ্জিাল টেস্ট ও অ্যারোফেরেঞ্জিয়াল সোয়াব টেস্টও হবে। সম্পূর্ণভাবে বাতানুকুল এই মোবাইল ইউনিটের একটি পৃথক অ্যাম্বুল্যান্সও রয়েছে। যেটি সংকটে থাকা রোগীদের উদ্ধারে কাজে লাগবে। রোগীর বাড়ির সামনে গিয়েই তাঁর টেস্ট করার ক্ষমতা রাখে এই মোবাইল ইউনিট। একদিনে অন্তত ১ হাজার রোগীর টেস্ট করতে পারবে মোবাইল ইউনিট। আরও পড়ুন-Raj Chakraborty’s Father Died: পরিচালক রাজ চক্রবর্তীর বাবার জীবনাবসান, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি

মূলত এই মোবাইল ক্লিনিক ইউনিট ও অ্যাম্বুল্যান্সের সহাতায় পাঞ্জাবের প্রত্যন্ত গ্রাম ও আধাশহর গুলিতে মিশন ফতেহ পাঞ্জাব সফল হবে। এই অত্যাধুনিক করোনা মোবাইল ক্লিনিকটি অনুদান দেওয়ার জন্য বিক্রমজিৎ সাহানিকে ধন্যবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। এবং তিনি আশা করেন এই করোনা মোবাইল ক্লিনিকের সৌজন্য গ্রামাঞ্চলে দৈনন্দিন টেস্টের সংখ্যা বৃদ্ধি পাবে।