Coromandel Express Accident: 'পিছে দেখো', করণমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা বিজেপির, তোপ রাহুলের
রাহুল বলেন, ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে বিজেপিকে জিজ্ঞাসা করুন, তারা দায় এড়িয়ে যাবে। বলবে, ৫০ বছর আগে কংগ্রেস কী করেছে, সেটা দেখুন। ট্রেন দুর্ঘটনা নিয়েও বিজেপি সরকার অতীত দেখতে বলবে।
দিল্লি, ৫ জুন: ওড়িশায়(Odisha) করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাকাণ্ডে এবার বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মার্কিন মুলুক সফরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় রাহুল ওড়িশায় ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। রাহুল বলেন, ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে বিজেপিকে জিজ্ঞাসা করুন, তারা দায় এড়িয়ে যাবে। বলবে, ৫০ বছর আগে কংগ্রেস কী করেছে, সেটা দেখুন। ট্রেন দুর্ঘটনা নিয়েও বিজেপি সরকার অতীত দেখতে বলবে। ওরা নিজেদের কাধে কিছু নিতেই রাজি নয় বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা।
সবকিছুর মত করণমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে, বিজেপি 'পিছে দেখো' বলে উড়িয়ে দেবে। ওরা অতীতের দিকে আঙুল তুলে সব দায় এড়িয়ে যাবে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। বিজেপি এবং আরএসএস সব সময় নিজেদের থেকে দায় এড়িয়ে যেতে চায় বলেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা।