COP28 Summit : দুবাইয়ে সিওপি২৮ সামিট শেষে দিল্লিতে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুক্রবার রাতে দুবাই থেকে দিল্লির বিমানবন্দরে অবতরন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ফাইল ফটো (Photo Credits: ANI)

দুবাইয়ে  সিওপি ২৮ সামিট সেরে এসে শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দরে পা রাখেন তিনি।  সামিটে গ্লোবাল সাউথের দেশগুলির ওপর আবহাওয়ার প্রভাবের বিষয়টি মাথায় রাখেন তিনি।

প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, গ্লোবাল সাউথের ইচ্ছেগুলি পূর্ণ করতে হলে আবহাওয়ার ওপর অর্থলগ্নি এবং যন্ত্রপাতি আবশ্যক। তিনি জানিয়েছেন, যে সমস্ত দেশগুলি গ্লোবাল সাউথে রয়েছে তাদের উদ্যোগ সামান্য হলেও তার প্রভাব কিন্তু ব্যপক।

ভেম্বরের ২৮ তারিখ থেকে ডিসেম্বরের ১২ তারিখ পর্যন্ত দুবাইয়ে চলবে এই সিইওপি ২৮ সামিট। প্যারিস এবং গ্লাসগোর পর এটাই নরেন্দ্র মোদীর তৃতীয় বড় ক্লাইমেট সামিট যেখানে তিনি যোগদান করলেন।

এই অনুষ্ঠানের মধ্যে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে লিডারশিপ গ্রুপ ফর ইন্ডাস্ট্রী ট্রানজিশনের ঘোষণা করা হয়।

এই চুক্তির ঘোষণার ব্যাপারে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, প্রথমত এটি ইন্ডাস্ট্রীয়াল ট্রানজিশন, দ্বিতীয়ত এটি একসঙ্গে উন্নতির কাজ করবে এবং কম কার্বন যুক্ত প্রযুক্তির ব্যবহার করবে। তৃতীয়ত এটি উদীয়মান প্রযুক্তি হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী,সুইডেনের প্রধানমন্ত্রীউলফ ক্রিসটারসন, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপি জ্যানিকটো নুইজি এবং ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল গ্রীন ক্রেডিট প্রোগ্রাম নামের একটি ওয়েব পোর্টালের উদ্বোধন করেন দুবাইয়ের এই সামিটে।

দুবাইয়ের প্রেসিডেন্ট এবং শাসকের সঙ্গে একপ্রস্থ আলোচনা সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়া সামনের মাসে অনুষ্ঠিত হওয়া ভাইব্রান্ট গুজরাটের অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য দুবাইয়ের রাজাকে আমন্ত্রনও জানান তিনি।

 



@endif