Thane Hospital Deaths: সরকারি হাসপাতালে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু নিয়ে উত্তেজনা, ভিডিয়োতে শুনুন থানের পৌরসভা কমিশনারের বক্তব্য

সরকারি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার কালওয়া এলাকার ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

থানে: সরকারি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) থানে জেলার (Thane district) কালওয়া (Kalwa) এলাকার ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে (Chhatrapati Shivaji Maharaj Hospital)। ইতিমধ্যে এই বিষয়ে থানে পৌরসভার কমিশনারের (Thane Municipal Commissioner) সঙ্গে আলোচনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। গাফিলতির কারণে মৃত্যুর প্রমাণ পেলে অপরাধীদের শাস্তি দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী দীপক কেসারকার (Maharashtra Minister Deepak Kesarkar)।

এপ্রসঙ্গে থানে পৌরসভার কমিশনার অভিজিৎ বানগার বলেন, "গত ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে কিছু মানুষের ওই হাসপাতালে জটিল কিডনির রোগ (Chronic kidney disease), নিউমোনিয়া (pneumonia), কেরোসিনের বিষক্রিয়া (kerosene poisoning), পথ দুর্ঘটনা (road accident) ও অন্যান্য কারণে চিকিৎসা চলছিল। এই মৃত্যুগুলির বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আমি। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের (impartial investigation) জন্য একটি কমিটি (committee) গঠন করা হবে যাতে রোগীরা সর্বোত্তম চিকিৎসা (optimal treatment) পায় কী না তা দেখা হবে।"

দেখুন ভিডিয়ো:

একনাথ শিন্ডের মন্ত্রিসভার একজন সদস্য দীপক কেসারকার বলেন, "মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা (sympathies) রয়েছে। যদি কোনও গাফিলতির খোঁজ মেলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ (compensation) দেওয়া হবে।" আরও পড়ুন: Har Ghar Tiranga: তেরঙ্গায় মোড়ানো হোক ডিপি, 'হার ঘর তেরঙ্গা' অভিযানে দেশবাসী কাছে মোদীর অনুরোধ

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now