PM Modi: ভ্যাকসিনের যোগান বাড়ানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত, বললেন মোদী

প্রধানমন্ত্রী মোদী

দিল্লি, ১৮ মে: করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত বিপর্যস্ত গোটা দেশ৷ মারণ ভাইরাসের হাত থেকে দেশের মানুষকে কীভাবে রক্ষা করা যায়, সে বিষয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ করছে, তা জানাতে মঙ্গলবার ফের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)৷ দেশের ৪৬টি জেলার জেলাশাসক এবং ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী৷

প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, গোটা দেশে কীভাবে ভ্যাকসিনের যোগান বাড়ানো যায়, সে বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে৷ পাশাপাশি কোনওভাবে যাতে ভ্যাকসিন নষ্ট না হয়,তার জন্যও কড়া নজরদারি চলছে৷ সঠিক পদ্ধতিতে যদি ভ্যাকসিনের সরবরাহ করা যায় এবং তা মানুষকে দেওয়া যায়, তাহলে টিকার অহেতুক অপচয় রোধ করা যাবে বলেও মত প্রকাশ করেন মোদী৷

আরও পড়ুন: Rahul Gandhi: 'করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে জেগে উঠুক মোদী সরকার'

পাশাপাশি ভ্য়াকসিনের উৎপাদন যাতে বাড়ানো যায়, সে বিষয়ে সব সময় পদক্ষেপ করা হচ্ছে৷ ভ্যাকসিনের ঘাটতি পূরণ করতে সরকার চেষ্টা অব্যাহত বলেও জানান প্রধানমন্ত্রী৷রোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জেলার জয় হলে, তবেই গোটা দেশ জিতবে৷

এদিকে করোনা (Corona) নিয়ন্ত্রণ এবং টিকাকারণ (Vaccination) পদ্ধতি নিয়ে ফের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। করোনা সংক্রমণের হাত থেকে শিশুদের (Children) রক্ষা করতে মোদী সরকারের এবার জেগে ওঠা উচিত বলে মন্তব্য করেন রাহুল (Rahul Gandhi)।

তিনি বলেন, করোনা (COVID 19)  সংক্রমণের হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। শিশুদের চিকিৎসা পদ্ধতি এবং টিকাকারণ প্রক্রিয়া এ দেশে অন্তঃসারশূণ্য বলে অভিযোগ করেন রাহুল। ভারতের ভবিষ্যতকে করোনার হাত থেকে রক্ষা করতে মোদী সরকারের এবার ঘুম থেকে জেগে ওঠা উচিত বলে আক্রমণ করেন কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ।