Madhya Pradesh: ফের নাশকতার ছক, রেললাইনে পোঁতা ১০ টি ডেটোনেটর, দেখুন ভিডিয়ো
বর্তমানে এটিএস ও এনআইএ মিলিতভাবে এই ঘটনার তদন্ত করছে। এই নাশকতার পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
নয়াদিল্লিঃ কখনও রেললাইনে(Rail Line) বসানো গ্যাস সিলিন্ডার(Gas Cylinder) কখনও আবার ভারী পাথর, একের পর এক এই ধরনের ঘটনা সামনে আসছে। যা ক্রমে ভয় ধরাচ্ছে যাত্রীদের মনে। এ বার রেললাইনে পাওয়া গেল আস্ত ডেটোনেটর(Detonator)। একটা দু'টো নয় লাইন দিয়ে সাজানো ছিল দশ দশটি ডেটোনেটর। যদিও চালকের তৎপরতায় এ বারের মতো দুর্ঘটনা এড়ানো গিয়েছে। গত ১৮ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের(Madhya Pradesh) বুরহান পুরের নেপানগরে। জানা গিয়েছে, রেলওয়ে ট্রাকে পোঁতা ছিল ১০ টি ডেটোনেটর। ওই ট্র্যাক ধরেই আসছিল জম্মু কাশ্মীর-কর্নাটক সেনাবাহিনীর বিশেষ ট্রেন। প্রথম ডেটোনেটরের উপর ট্রেনের চাকা উঠতেই শুরু হয় বিস্ফোরণ। এরপরই এমারজেন্সি ব্রেক দিয়ে ট্রেন থামান চালক। ঘটনাস্থলে হাজির হন রেলের আধিকারিকেরা। পরবর্তীতে ওই ট্র্যাক থেকে ১০ টি ডেটনেটর উদ্ধার করা হয়। বড়সড় বিস্ফোরণে ছক কষা হয়েছিল তা স্পষ্ট। এই ঘটনা ঘটার পর রেলের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র সঙ্গে যোগাযোগ করা হয়। বর্তমানে এটিএস ও এনআইএ মিলিতভাবে এই ঘটনার তদন্ত করছে। এই নাশকতার পিছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
ফের নাশকতার ছক, রেললাইনে পোঁতা ১০ টি ডেটোনেটর\