Sukesh Chandrasekhar On Arvind Kejriwal: 'সত্যি প্রকাশ পেয়েছে, এবার কেজরিওয়ালের পালা', বললেন সুকেশ চন্দ্রশেখর

এবার অরবিন্দ কেজরিওয়ালের পালা বলে দাবি করেন সুকেশ। প্রসঙ্গত ২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় এর আগেও দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন সুকেশ চন্দ্রশেখর।

Sukesh Chandrasekhar, Arvind Kejriwal (Photo Credit: ANI/Instagram)

দিল্লি, ১০ মার্চ: এবার ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে তোপ দাগলেন সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar)। দিল্লির (Delhi) প্রাক্তন মন্ত্রী মণীশ সিসোদিয়াকে নিয়ে প্রশ্ন করা হলে ক্যামেরার সামনে ফের মুখ খোলেন ২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। সুকেশ বলেন, সত্যি প্রকাশ্যে এসেছে।  এবার অরবিন্দ কেজরিওয়ালের পালা বলে দাবি করেন সুকেশ।  প্রসঙ্গত ২০০ কোটি আর্থিক তছরূপ মামলায় এর আগেও দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন সুকেশ চন্দ্রশেখর।  পাশাপাশি বলিউড অভিনেত্রীকে সুবিধাবাদী 'গোল্ড ডিগার' বলেও কটাক্ষ করেন কনম্যান।  নোরার বিরুদ্ধে তোপ দাগলেও, জ্যাকলিনকে 'ভালবাসেন' বলে জানান সুকেশ চন্দ্রশেখর।  এমনকী, হোলিতে জ্যাকলিন 'মাই বেবি, তোমার জন্য সব কিছু করতে পারি' বলেও চিঠি লেখেন সুকেশ।

আরও পড়ুন: Sukesh Chandrashekhar Sends Love Letter To Jacqueline Fernandez: 'বেবি গার্ল', হোলিতে জ্যাকলিনকে জেল থেকে ভালবাসার চিঠি সুকেশের

যদিও সুকেশ তাঁর জীবন ধ্বংস করে দিয়েছেন বলে তোপ দাগেন জ্যাকলিন। সুকেশের জন্য তাঁর ব্যক্তিগত জীবনের পাশাপাশি কেরিয়ারেরও প্রভূত ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন বলিউড অভিনেত্রী। সুকেশের জন্য তাঁর মান সম্মান নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন জ্যাকলিন ফার্নান্ডেজ।



@endif