সনিয়া ও রাহুল গান্ধী (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৩ অগস্ট: সনিয়া গান্ধীর (Sonia Gandhi) কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশে দলের অন্দরেই তৈরি হয়েছে ভিন্ন মত। কারোর মতে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কংগ্রেস সভাপতি করা হোক, আবার অশোক গেহলট এবং অধীর চৌধুরী সনিয়া গান্ধীকেই পুনরায় সভানেত্রীর পদে দেখতে চান। এমনকি কংগ্রেস বিধায়ক বি মনিকম টেগর ও কর্ণাটকের পিসিসি চিফ ডি.কে.শিবকুমারও সনিয়া গান্ধীকেই সভানেত্রী হিসেবে দেখতে চান। যারফলে দলের অন্দরেই শুরু হয়েছে মতবিরোধ।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) জানান, খবর অনুযায়ী ২৩ জন সিনিয়র কংগ্রেস নেতা দলের পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে একটি চিঠি লেখেন-যা অবিশ্বাস্য। যদি এটি সত্যি হয়, তবে দুর্ভাগ্য। আমার দৃঢ় বিশ্বাস এই কঠিন সময়েও তাঁর সভানেত্রীর পদে বহাল থাকা উচিত। কিন্তু তিনি যদি ঠিক করেই নেন পদ ছাড়বেন তবে আমার মনে হয় রাহুল গান্ধীই দলের সভাপতি হবেন।" আরও পড়ুন, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি

কর্ণাটকের পিসিসি চিফ ডি.কে.শিবকুমার জানিয়েছেন,"সনিয়া গান্ধী কঠিন থেকে কঠিন সময়ে দলকে বাঁচিয়েছেন। গোটা কর্ণাটক সনিয়া গান্ধী ও তাঁর পরিবারের পাশে থাকবে। আজ সনিয়া গান্ধী জানিয়েছেন, তিনি পদ ছাড়তে প্রস্তুত এবং তাঁর বদলে নতুন কাউকে দলের সভাপতি করা হোক। শশী থারুর, মণীশ তিওয়ারি, গুলাম নবী আজাদ সহ ২৩ জন সিনিয়র কংগ্রেস নেতা, যাঁদের মধ্যে পাঁচজন মুখ্যমন্ত্রীও আছেন, সনিয়াকে চিঠি দিয়ে দলে আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করেন। তাঁরা দাবি করেন, দলের পতন রোধ করতে গেলে বদল আনতেই হবে। আগামীকাল সিডব্লিউসি সভায় দলের সভাপতি নির্ধারণ হবে। আগামীকাল সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Delhi: দিল্লির জনসভায় কেজরিকে জেল নিয়ে কটাক্ষ মোদীর, নমোকে বিতর্কে বসার চ্যালেঞ্জ রাহুলের

Lok Sabha Elections 2024: রায়বারেলি, আমেথি থেকে হুগলি, লাদাখ- সোমবার পঞ্চম দফার ভোটে যে দশ আসনে নজর

Loksabha Election 2024: 'রায়বেরিলির মাটির সঙ্গে আমাদের পরিবারের শিকড় সংযুক্ত', রাহুল, প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে বললেন সোনিয়া গান্ধী

Loksabha Election 2024: রায়বেরিলির মানুষ 'খটাখট' বাড়িতে পাঠিয়ে দেবেন, রাহুলকে তীব্র কটাক্ষ মোদীর

Smriti Irani: কংগ্রেসের শাহেজাদাকে আমেঠির জনতা বাইরে পাঠিয়ে দিয়েছে! মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

Rahul Gandhi: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে প্রস্তুত, অবসরপ্রাপ্ত বিচারপতিদের ডাকে সাড়া দিয়ে জানালেন রাহুল গান্ধী

Robert Vadra: মহান ক্ষমতা চলে আসলে দায়িত্ব বাড়ে, শ্যাম পিত্রোদার উদ্দেশ্যে মন্তব্য রবার্ট বঢরার

Loksabha Election 2024: 'গায়ের রংয়ের জন্য' দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত করার চেষ্টা করে কংগ্রেস, বললেন মোদী