Congress On Modi Speech : স্বাধীনতা দিবসে লাল কেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ রাজনৈতিক, আক্রমন কংগ্রেসের
লাল কেল্লায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে অনূভূতিশূন্য, বিকৃত, মিথ্যা, অতিরঞ্জিত এবং অষ্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতির বার্তা বলে জানিয়েছে কংগ্রেস
দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাল কেল্লায় প্রধানমন্ত্রীর দেশের প্রতি বার্তার মঞ্চকে রাজনৈতিক ভাষণের মঞ্চ হিসেবে ব্যবহার করেছে। এমনটাই অভিযোগ জানাল কংগ্রেস। কংগ্রেসের জেনারেল সেক্রাটারি ইনচার্জ কমিউনিকেশন জয়রাম রমেশ জানান,"অগাস্টের ১৫ তারিখে গত নয় সরকার কি করেছে তা না জানিয়ে, প্রধানমন্ত্রী মোদী একটি অনূভূতিশূন্য বিকৃত, মিথ্যা, অতিরঞ্জিত এবং অষ্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতির বার্তা দিয়েছেন। "
প্রধানমন্ত্রীর বক্তব্য পরিবারবাদের প্রসঙ্গও উঠে আসে। যদিও বিরোধী জোটের শরিক দল আরেজেডির লালু প্রসাদ যাদব জানিয়েছেন এটিই লাল কেল্লা থেকে নরেন্দ্র মোদীর শেষ বক্তব্য । কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্বাস্থ্যগত সমস্যার কারণে অনুষ্ঠান এড়িয়ে গেলেও তিনিও প্রধানমন্ত্রীর বক্তব্যকে লাল কেল্লা থেকে শেষ বক্তব্য হিসেবেই জানিয়েছেন।
সামনেই লোকসভা নির্বাচন তার আগে লাল কেল্লাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠছে বিরোধী দলের পক্ষ থেকে।