Kangana Ranaut: কঙ্গনাকে বহিস্কার করুক বিজেপি, মান্ডির সাংসদের কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা সুপ্রিয়ার
কৃষি বিলের বিরোধীতায় যাঁরা দিল্লিতে দফায় দফায় আন্দোলন করেছিলেন তাঁদের সঙ্গে ধর্ষক ও হত্যাকারীদের তুলনা করে বেজায় বিপাকে পড়েছেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত।
কৃষি বিলের বিরোধীতায় যাঁরা দিল্লিতে দফায় দফায় আন্দোলন করেছিলেন তাঁদের সঙ্গে ধর্ষক ও হত্যাকারীদের তুলনা করে বেজায় বিপাকে পড়েছেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তাঁর বক্তব্য ছিল সরকার যদি এই আন্দোলনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিত তাহলে দেশে নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি হত। এমনকী তাঁর এই বিতর্কিত বক্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিজেপির পক্ষ থেকেও এর দায় ছেড়ে ফেলতে চাইছে বিজেপি। তাঁর এই মন্তব্য একান্ত ব্যক্তিগত বলে দাবি করেছে গেরুয়া শিবির। কিন্তু এভাবে দায় ছেড়ে ফেলা যাবে না বলে পাল্টা হুশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। তাঁর দাবি, এভাবে বিজেপি নিজের দায় ছেড়ে ফেলতে পারে না। কঙ্গনাকে অবিলম্বে বহিস্কার করতে হবে নাহলে সকলের সামনে ক্ষমা চাইতে হবে।
একইসঙ্গে এই কৃষক আন্দোলনের সঙ্গে বৈদেশিক শক্তির যোগ রয়েছে, এমনও মন্তব্যের পাল্টা দিয়ে সুপ্রিয়া বলেন, যদি সত্যিই কঙ্গনা দাবি করেন যে আমাদের এখানে আমেরিকা বা চিনের মতো শক্তিশালী দেশগুলি আন্দোলনের মদত দিচ্ছে তাহলেে এটা তো সত্যি দেশের নিরাপত্তা নিয়ে বড় চিন্তার বিষয়। অবিলম্বে এই নিয়ে বিদেশমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীর এই নিয়ে দেশবাসীর সামনে বক্তব্য রাখা উচিত।
প্রসঙ্গত, কঙ্গনার এই মন্তব্য প্রকাশ্যের আসার পর বেশ অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। তিনি যে মন্তব্য করেছেন তা দলের তরফ থেকে অনুমোদিত নয় এবং আগামীদিনে তাঁকে এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও নিজের এই মন্তব্যের জেরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার জন্য এখনও পর্যন্ত কোনও পাল্টা মন্তব্য করেননি বিজেপি সাংসদ।