Rahul Gandhi: মোদী পদবি মন্তব্য সুরাটের আদালতে যাচ্ছেন কাল রাহুল গান্ধী, পাশে থাকছেন দলের নেতা-কর্মীরা

আগমিকাল, সোমবার সুরাটের আদালতে মোদী পদবি মামলায় তাঁর জেলের শাস্তির বিরুদ্ধে আবেদন করতে হাজির হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Rahul Gandhi (Photo Credit: Twitter)

আগমিকাল, সোমবার সুরাটের আদালতে মোদী পদবি মামলায় তাঁর জেলের শাস্তির বিরুদ্ধে আবেদন করতে হাজির হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সুরাটের আদালত রাহুল গান্ধীকে দু বছরের জেলের শাস্তি দেয়। যে কারণে রাহুলকে সাংসদ পদ থেকে খারিজ করা হয়।

এই ইস্যুতে রাজনৈতিকভাবে লড়াইয়ের পাশাপাশি আইন দিক থেকেও মুখোমুখি হতে নরেন্দ্র মোদীর রাজ্যে হাজির হচ্ছেন রাহুল। রাহুলের পাশে থাকতে গুজরাটের কংগ্রেস নেতা-কর্মীরা হাজির থাকছেন। সুরাটের আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আরও পড়ুন-দেশে বাড়ছে কোভিড, ফের মাস্ক পরা, হাত ধোয়ায় জোর বিশেষজ্ঞদের

দেখুন টুইট

মোদী পদবি নিয়ে তার মন্তব্যে ফৌজদারি মানহানি মামলা খারিজের আবেদন জানাবেন রাহুল। গুজরাটে রওনা হওয়ার আগে এদিন মা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন রাহুল।