Dis'Qualified MP: টুইটারে নিজের বায়োতে "ডিসকোয়ালিফায়েড এমপি" লিখলেন রাহুল গান্ধী
আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি চেয়ে লোকসভায় সোচ্চার হয়েছিলেন রাহুল
টুইটারে নিজের বায়ো পরিবর্তন করলেন রাহুল গান্ধী। ডিসকোয়ালিফাইড এমপি বলে জুড়লেন নতুন বায়ো। আর এই নতুন বায়ো এখন ভাইরাল। সম্প্রতি আদালতের নির্দেশে মানহানি মামলায় দোষী সাবস্ত্য হয়েছেন রাহুল গান্ধী। তাঁকে ২ বছরের কারাদন্ড নির্দেশ দেওয়া হয়েছে। আর ক্রিমিনাল ডিফামেশন মামলার জেরে সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধী।
তবে সাংসদ পদ হারানোর পর থেকে আরও আক্রমনাত্বক হয়ে উঠেছেন রাহুল। প্রেস কনফারেন্সের মাধ্যমে আদানি ইস্যুতে বারবার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। রবিবার সাংসদ পদ কেড়ে নেওয়ার প্রতিবাদে রাজঘাটে সংকল্প সত্যাগ্রহও করা হবে কংগ্রেসের তরফে।
আরও এক ধাপ এগিয়ে এবার টুইটারের বায়োতে অযোগ্য সাংসদ হিসেবে নিজেকে তুলে ধরেন তিনি।
আদানি ইস্যুতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি চেয়ে লোকসভায় সোচ্চার হয়েছিলেন রাহুল। তাঁর মুখ বন্ধ করতেই তাকে সাংসদ পদ থেকে হঠানো হল বলে মনে করছেন অনেকেই।