IPL Auction 2025 Live

Rahul Gandhi: জনগণের কাছে পিএম কেয়ারস তহবিলের সংগ্রহ অর্থ ও খরচের হিসাব তুলে ধরার দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে PM-CARES ফান্ডের হিসাব সর্বসমক্ষে তুলে ধরার কথা দাবি করেন। রাহুল গান্ধী বলেন, পিএম কেয়ারস তহবিলে ভারতীয় রেলওয়ে সহ অন্যান্য সরকারী খাত ইউনিট (পিএসইউ) এবং সংস্থার কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছে করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রকেও এই তহবিলের রেকর্ড বজায় রাখতে অনুরোধ করেন।

(Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১০ মে: কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে PM-CARES ফান্ডের হিসাব (Audit) সর্বসমক্ষে তুলে ধরার কথা দাবি করেন। রাহুল গান্ধী বলেন, পিএম কেয়ারস তহবিলে ভারতীয় রেলওয়ে সহ অন্যান্য সরকারী খাত ইউনিট (পিএসইউ) এবং সংস্থার কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছে করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রকেও এই তহবিলের রেকর্ড বজায় রাখতে অনুরোধ করেন।

কংগ্রেস নেতা একটি টুইট করে লেখেন, “পিএম কেয়ারস তহবিল পিএসইউ এবং রেলওয়ের মতো জনসাধারণের কাছ থেকে বিপুল অর্থ অনুদান পেয়েছে। এটি গুরুত্বপূর্ণ যে এই তহবিলের নিরীক্ষণ নিশ্চিত করেএবং প্রাপ্ত অর্থ এবং ব্যয়ের অর্থ জনগণের কাছে তুলে ধরা। কংগ্রেস আগেই মোদি সরকারের তৈরি এই পৃথক তহবিল গঠনের বিষয়ে প্রশ্ন করেছিল। কংগ্রেস দাবি জানায়, পিএম রিলিফ ফান্ডের সঙ্গে পিএম কেয়ারস একত্রিত করা উচিত। আরও পড়ুন, তেলাঙ্গানা, পঞ্জাব, কর্ণাটক, তামিলনাড়ু থেকে ৮টি ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার: রেল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মার্চ মাসে কোভিড -১৯ বিপর্যয় মোকাবিলায় জরুরি অবস্থার জন্য এই তহবিল গঠনের ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জনগণকে পিএম কেয়ারসে অর্থসহায় । প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর বলিউড তারকা থেকে ক্রীড়াবিদ সহ সাধারণ জনগণ বিপুল পরিমাণ অনুদান দেয়। টাটা সন্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং আদানি গ্রুপের মতো সংস্থাও জরুরি তহবিলে তাদের অংশ দান করে।

দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ হাজার ছুঁতে চলেছে। পরিযায়ী শ্রমিক থেকে ভিন রাজ্যে আটকে পড়া সকলকে ফিরিয়ে আনতে চালানো হচ্ছে ট্রেন। ট্রেন চালু করলেও এই কঠিন পরিস্থিতিতে তাদের থেকে ট্রেন ভাড়া নেওয়ার সিদ্ধান্তে কেন্দ্রকে কটাক্ষ করে বিরোধী দলগুলি। পাশাপাশি পিএম কেয়ারস ফান্ড কোথায়, কিভাবে ব্যবহার হচ্ছে তা দেখার দাবিও উঠেছে।