Kirti Azad: 'মমতার নেতৃত্বে কাজ করতে চাই', তৃণমূলে যোগ দিয়ে বললেন কীর্তি, জোড়াফুলে অশোক তনওয়ারও

মঙ্গলবার সকাল থেকেই কীর্তি আজাদের তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়। তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে প্রথমে কোনও মন্তব্য করা না হলেও, সময় যত গড়াতে শুরু করে, তত পোক্ত হতে শুরু করে এই খবর। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাসভবনে হাজির হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন কীর্তি আজাদ।

Kirti Azad, Ashok Tanwar, Mamata Banerjee (Photo Credit: AITC/Twitter)

দিল্লি, ২৩ নভেম্বর: কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কীর্তি আজাদ (Kirti Azad)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন কীর্তি। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তাঁর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন কীর্তি আজাদ। তৃণমূলে যোগ দিয়ে কীর্তি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করতে চাই। রাজনীতি থেকে অবসর না নেওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বেই কাজ করতে চাই।' সমাজকে বিভক্ত করার যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা রোধ করতে তিনি বদ্ধপরিকর বলে মন্তব্য করেন বিজেপি (BJP), কংগ্রেস (Congress) ঘোরা কীর্তি আজাদ।

 

মঙ্গলবার সকাল থেকেই কীর্তি আজাদের তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়। তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে প্রথমে কোনও মন্তব্য করা না হলেও, সময় যত গড়াতে শুরু করে, তত পোক্ত হতে শুরু করে এই খবর। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বাসভবনে হাজির হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন কীর্তি আজাদ। কীর্তির পাশাপাশি অশোক তনওয়ারও আজ তৃণমূলে যোগ দেন।

 

আরও পড়ুন: Adhir Chowdhury: 'পশ্চিমবঙ্গকে লুটে দিল্লিতে রাজনৈতিক ব্যবসা করছে তৃণমূল', কটাক্ষ অধীরের

এদিকে মঙ্গলবার তৃণমূল কংগ্রেস (TMC)  সুপ্রিমো যখন দিল্লিতে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ করেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সুবিধাবাদের রাজনীতি শুরু করেছে। ওরা ভাবছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা হচ্ছে তাতে সুবিধা পাবে জোড়াফুল শিবির। পশ্চিমবঙ্গকে লুটে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেই বিপুল অর্থের মাধ্যমে তৃণমূল কংগ্রেস দিল্লিতে রাজনৈতিক ব্যবসা শুরু করেছে বলে তোপ দাগেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।