IPL Auction 2025 Live

MP Elections 2023: দলবদলের ভানমুতির খেলে ধাক্কা খেল কংগ্রেস

র দলবদলের রাজনীতিতে ধাক্কা খেল কংগ্রেস। টিকিট না পেয়ে কংগ্রেস ছাড়লেন দাতিয়া জেলার প্রভাবশালী নেতা ভানু প্রতাপ সিং ঠাকুর।

Kamal Nath (Photo: Twitter)

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কংগ্রেসের পালা হাওয়া লাগছে। বিশেষজ্ঞদের মত এমনই। কংগ্রেসের রাহুল গান্ধী-কমলনাথের যুগলবন্দির কাছে ফিকে দেখাচ্ছে মোদী-শিবনাথ-সিন্ধিয়াদের প্রচারকে। কংগ্রেস প্রচারে ঝড় তুলতেই বড় চাপে পড়ছেন রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তবে এবার দলবদলের রাজনীতিতে ধাক্কা খেল কংগ্রেস। টিকিট না পেয়ে কংগ্রেস ছাড়লেন দাতিয়া জেলার প্রভাবশালী নেতা ভানু প্রতাপ সিং ঠাকুর। তিনি আবার মধ্যপ্রদেশ কংগ্রেসের সাধারণ সচিব পদে ছিলেন। হাত শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ভানু।

ভান্দের বিধানসভা আসন থেকে তাঁকে টিকিট না দিয়ে ফুল সিং ভারিয়াকে কংগ্রেস ফের প্রার্থী করায় ক্ষোভে দল ছাড়লেন তিনি। মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে।

দেখুন এক্স

গতকাল, বৃহস্পতিবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে হাত শিবির। আগামী ১৭ নভেম্বর এক দফায় বিজেপি শাসিত এই রাজ্যে বিধানসভা নির্বাচন। ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।