Rahul Gandhi: জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধির, পেট্রল-ডিজেলে আবগারী শুল্ক কমানোর আর্জি কংগ্রেস নেতার
দেশে ক্রমাগত বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে জ্বালানির দাম বাড়ার জেরে চরম সমস্যায় পড়েছেন আমজনতা। পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এবার সরাসরি কেন্দ্রকে তোপ কংগ্রেস নেতা রাহুল গান্ধির। নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করেন রাহুল। সেই ভিডিওতেই কেন্দ্রে কাছে জ্বালানিতে আবগারি শুল্ক কমিয়ে আনার প্রস্তাব দেন রাহুল। জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রের উপর চাপ তৈরি করতে #SpeakUpAgainstFuelHike নামের একটি অভিযান চালাচ্ছে কংগ্রেস। সেই অভিযানে কেন্দ্রকে চাপে ফেলতে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানালেন তিনি।
নয়াদিল্লি, ২৯ জুন: দেশে ক্রমাগত বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে জ্বালানির দাম বাড়ার জেরে চরম সমস্যায় পড়েছেন আমজনতা। পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এবার সরাসরি কেন্দ্রকে তোপ কংগ্রেস নেতা রাহুল গান্ধির। নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা শেয়ার করেন রাহুল। সেই ভিডিওতেই কেন্দ্রে কাছে জ্বালানিতে আবগারি শুল্ক কমিয়ে আনার প্রস্তাব দেন রাহুল। জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে কেন্দ্রের উপর চাপ তৈরি করতে #SpeakUpAgainstFuelHike নামের একটি অভিযান চালাচ্ছে কংগ্রেস। সেই অভিযানে কেন্দ্রকে চাপে ফেলতে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানালেন তিনি। আরও পড়ুন: Kolkata Metro: 'সামাজিক দূরত্ব মেনে মেট্রো চালানো সম্ভব হবে না', বলে স্বরাষ্ট্রসচিবকে জানালেন মেট্রোর আধিকারিকরা
টুইটারের ভিডিও বার্তায় রাহুল গান্ধি বলেন, "পেট্রল এবং ডিজেলের দাম বিগত কিছুদিনের মধ্যে ২২ বার বেড়েছে। অর্থাৎ সরকার ২২ বার সাধারণ মানুষকে আক্রমণ করছে। জ্বালানি কিনতে বারবার আপনাকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। জ্বালানির দাম যখন ক্রমাগত বৃদ্ধি পায়, তাতে সাধারণ মানুষই সবথেকে বেশি ক্ষতগ্রস্থ হয়। অপরিশোধিত তেলের দামই কম থাকে। কিন্তু জ্বালানির দাম সবসময়ই অগ্নিমূল্য থাকে ভারতে।"
এদিনই আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাহুল গান্ধি। সেই ভিডিওটিতে এক ব্যক্তির কথায়, লকডাউনের জন্য মানুষ এমনিই অনেক সমস্যায় রয়েছেন। কিন্তু জ্বালানির দামবৃদ্ধি মানুষের ক্ষততে আরও আঘাত করছে। কারণ এই লকডাউনের জেরে কত মানুষ চাকরি হারিয়েছেন। ঠিকঠাক বেতন পাচ্ছেন না। ভারত-চিন সীমান্তের উত্তেজনাময় পরিস্থিতির দিকে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র। জ্বালানির দামবৃদ্ধি করে সাধারণ মানুষকে লুঠছে বলে দাবি করা হয় ওই ভিডিওটিতে।