Rajasthan Elections 2023: রাজস্থানে প্রার্থী ঘোষণা কংগ্রেস-বিজেপির, গেহলট দাঁড়াচ্ছেন সদরপুরায়, বসুন্ধরা ঝালরাপাতানেই
কংগ্রেস ৩৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল। আজ, শনিবার কংগ্রেসের প্রার্থী তালিকায় হেভিওয়েটদের ভিড়।
রাজস্থানে কয়েক মিনিটের ব্যবধানে প্রার্থী ঘোষণা করল রাজ্যের শাসক দল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপি। কংগ্রেস ৩৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল। আজ, শনিবার কংগ্রেসের প্রার্থী তালিকায় হেভিওয়েটদের ভিড়। মুখ্যমন্ত্রী অশোক গেহলেট, মুখ্যমন্ত্রীর দাবিদার সচিন পাইলট প্রত্যাশিতভাবে দু'জনেই নিজেদের গড়েই প্রার্থী হয়েছেন। গেহলট দাঁড়াচ্ছেন সদরপুরা থেকে। অন্যদিকে, টঙ্ক থেকেই লড়ছেন সচিন পাইলট। অভিজ্ঞ কংগ্রেস নেতা সিপি যোশী দাঁড়াচ্ছেন নাথদওয়ারা থেকে। প্রাক্তন ক্রীড়াবিদ কৃ্ষ্ণা পুনিয়া দাঁড়াচ্ছেন সাদুলপুর থেকে। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে রাজস্থানে মোটেই ভাল জায়গায় নেই। বিভিন্ন জনমত সমীক্ষায় প্রকাশ, রাজস্থানে এবার সিংহাসন হারাতে চলেছে কংগ্রেস। তবে নির্বাচন যত এগোচ্ছে ততই কংগ্রেস নেতাদের মধ্যে ঐক্য চোখে পড়ছে। বরং রাজ্যে বিজেপি নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে।
এদিকে রাজস্থানে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সবচেয়ে বড় নাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। একটা সময় বসুন্ধরাই ছিলেন রাজস্থানে বিজেপির শেষ কথা। কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ-র সঙ্গে সম্পর্ক ভাল না হওয়ায় বসুন্ধরা পুরোপুরি কোণঠাসা। বিজেপি রাজ্যে ক্ষমতায় ফিরলে বসুন্ধরার মুখ্যমন্ত্রী পদে ফেরা কঠিন বলেই মনে করা হচ্ছে। বসুন্ধরা রাদেকে তাদের পুরো কেন্দ্র ঝালরাপাতান থেকেই দাঁড় করালো বিজেপি। রাজস্থানের বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোরকে প্রার্থী করা হল তারানগর থেকে।
কংগ্রেসের প্রার্থী তালিকা
প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর এক দফায় রাজস্থানে ২০০টি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলাঙ্গানা, মিজোরামের সঙ্গে রাজস্থানেরও ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।