Congress Attack PM : মণিপুরে প্রধানমন্ত্রীর না যাওয়া নিয়ে কটাক্ষ কংগ্রেসের

সব জায়গায় গেলেও কোনভাবেই মণিপুরে যাচ্ছেন না বলে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

Mallikarjun Kharge , PM Modi (Photo Credit: ANI/Twitter)

মণিপুর ইস্যুতে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের আক্রমন শানাল কংগ্রেস। এদিন কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, "একটি দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে মণিপুরে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সমুদ্র সৈকতে গিয়েছেন। সেখানে ফটোসেশন করেছেন সুইমিংয়ের। ফটোশ্যুটের জন্য নির্মীয়মান মন্দিরে গেছেন বা মুম্বই বা কেরলে গেছেন। তিনি সবজায়গায় যান। আপনি তাঁর ছবি সব জায়গায় দেখতে পাবেন যেমনটা ঘুম থেকে ওঠার পরেই সৃষ্টিকর্তার দর্শন হয়। কিন্তু এই মহৎ মানুষটি কেন মণিপুরে যাচ্ছেন না? "

নতুন বছরের শুরুতেই হিংসার ঘটনায় ফের শিরোনামে আসে মণিপুর। দুটি গুলি চালানোর ঘটনা ৫ জন নিহত হন এবং আহত হন বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী। যে কারণে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং হুঁশিয়ারী দিয়েছেন হামলাকারীদের। এছাড়া প্রয়োজনে আফসা নামক বিতর্কিত আইনটিও ফিরিয়ে আনার কথা জানিয়ে দেন তিনি। মণিপুরের পাহাড়ি এলাকাগুলিতে এই আইন এখনও কার্যকর রয়েছে।

এমনিতেই দীর্ঘদিন ধরে অশান্ত হয়ে রয়েছে মণিপুর। কিন্তু কোনভাবেই সেখানে প্রধানমন্ত্রীকে দেখা যায়নি। বারবার বিরোধীরা বলার সত্বেও মণিপুরে উপস্থিত হতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। নতুন করে আবার হামলার ঘটনা ঘটায় এবার আবারও প্রধানমন্ত্রীকে  না যাওয়ার জন্য কাঠগড়ায় তুলল কংগ্রেস।