Rahul Gandhi: অযোধ্যায় হারিয়েছি, এবার সবাই মিলে গুজরাটে হারাবো বিজেপিকে, মোদীগড়ে দাঁড়িয়ে রাহুলের চ্যালেঞ্জ

দেশের রাজনীতিতে দারুণভাবে প্রাসঙ্গিক হওয়ার পর এবার আর কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে খালি জমি ছেড়ে দিতে রাজি নন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Rahul Gandhi (Photo Credit: Twitter)

আমেদাবাদ, ৬ জুলাই: দেশের রাজনীতিতে দারুণভাবে প্রাসঙ্গিক হওয়ার পর এবার আর কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে খালি জমি ছেড়ে দিতে রাজি নন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সংসদ অধিবেশনের কাছ মিটতেই বিজেপিকে হারাতে মোদী গড়ে ছুটে গেলেন রাহুল গান্ধী । লোকসভা ভোটে (Lok Sabha Elections) ভাল ফলের পর এবার গুজরাটে জিততে ঝাঁপালেন রাহুল। এদিন মোদী আমেদাবাদে দলীয় কর্মীদের সভায় রাহুল বললেন, " আমরা সবাই মিলে অযোধ্যায় বিজেপিকে হারিয়েছে, এবার গুজরাটেও সেভাবে ওদের হারাবো।"

রাহুল বললেন, " ওরা যেভাবে আমাদের দল ভেঙেছে, সেভাবে আমরা ওদের সরকার ভাঙবো। কিন্তু আমাদের গুজরাট কংগ্রেসে খামতি আছে। আসলে দু ধরনের ঘোড়া আছে। এক ধরনের ঘোড়া আছে যারা রেসে দৌড়য়, আর এক ধরনের আছে যারা বিয়েবাড়িতে সেজেগুজে দাঁড় করিয়ে দেওয়া হয়। এখানে কংগ্রেস রেসের ঘোড়াদের বিয়েবাড়ির কাজে লাগিয়ে দেয়। গত বছর এখানে হওয়া বিধানসভা নির্বাচনে আমরা ঠিকমত লড়েছিল। কিন্তু ২০১৭ নির্বাচনে তিন মাস ধরে খুব পরিশ্রম করেছিলাম এবং তাতে আমাদের ফল দারুণ হয়। এখন আমাদের কাছে তিন বছর সময় আছে। আমাদের ফিনিংস লাইন পার করতেই হবে। ৩০ বছর পর আমরা গুরজাটে সরকার গড়ব। আমি,আমার দিদি সহ দলের নেতারা আপনাদের সঙ্গে আছি, লড়াই করুন।"

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, ১৪ বছর পর গুজরাটে লোকসভায় আসন জিতেছে কংগ্রেস। শুধু একটি আসন জেতাই নয়, ২২ বিধানসভায় জঘন্য ফলের পর রাজ্যে দলীয় সংগঠন একেবারে দুর্বল হয়ে পড়লেও এবার হাত শিবিরের ভোট অনেকটা বেড়েছে। চলতি লোকসভা ভোটে গুজরাটে কংগ্রেস-আপ জোট ৫০টি-র বেশী বিধানসভা আসনে এগিয়ে আছে। অঙ্কের বিচারেও ২০২৭ গুজরাট বিধানসভা ভোটে কংগ্রেসের ভাল ফলের সুযোগ আছে। ২০২২ গুজরাট বিধানসভায় কংগ্রেস মাত্র ১৭টি আসনে জেতে, সেখানে বিজেপি পায় ১৫৬টি।