Commercial Mining in Coal Sector: ৫০০ কয়লা ব্লকে উত্তোলন যাচ্ছে বেসরকারি হাতে, ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের
লকডাউনের পর দেশের অর্থনীতি চাঙ্গা করা লক্ষ্য। সেই কারণে আত্মনির্ভর ভারত প্যাকেজের (Aatmanirbhar Bharat) চতুর্থ দফায় মুক্ত অর্থনীতি ও বেসরকারিকরণে জোর মোদি সরকারের। কয়লা-সহ খনিজ সম্পদ উত্তোলন, বিমান পরিযেবা থেকে মহাকাশ গবেষণা সর্বত্রই বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানাল কেন্দ্র। সব চেয়ে উল্লেখযোগ্য হল কয়লা উত্তোলন (Commercial Mining in Coal Sector) বেসরকারি হাতে যাচ্ছে। কয়লা ক্ষেত্রে এতদিন সরকারের হাতেই ছিল৷ সেই বিধিনিষেধ সরিয়ে নেওয়া হচ্ছে৷ নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে এই সুযোগ পাবে বেসরকারি সংস্থাগুলি৷ কয়লা খননের জন্য নিলামেও অংশ নিতে পারবে বেসরকারি সংস্থাগুলি৷ ৫০টি নতুন কয়লা ব্লক খুব শিগগিরই নিলামের জন্য তুলবে সরকার।
নতুন দিল্লি, ১৬ মে: লকডাউনের পর দেশের অর্থনীতি চাঙ্গা করা লক্ষ্য। সেই কারণে আত্মনির্ভর ভারত প্যাকেজের (Aatmanirbhar Bharat) চতুর্থ দফায় মুক্ত অর্থনীতি ও বেসরকারিকরণে জোর মোদি সরকারের। কয়লা-সহ খনিজ সম্পদ উত্তোলন, বিমান পরিযেবা থেকে মহাকাশ গবেষণা সর্বত্রই বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানাল কেন্দ্র। সব চেয়ে উল্লেখযোগ্য হল কয়লা উত্তোলন (Commercial Mining in Coal Sector) বেসরকারি হাতে যাচ্ছে। কয়লা ক্ষেত্রে এতদিন সরকারের হাতেই ছিল৷ সেই বিধিনিষেধ সরিয়ে নেওয়া হচ্ছে৷ নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে এই সুযোগ পাবে বেসরকারি সংস্থাগুলি৷ কয়লা খননের জন্য নিলামেও অংশ নিতে পারবে বেসরকারি সংস্থাগুলি৷ ৫০টি নতুন কয়লা ব্লক খুব শিগগিরই নিলামের জন্য তুলবে সরকার।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (FM Nirmala Sitharaman) জানিয়েছেন, দেশে এখনও যথেষ্ট পরিমাণে কয়লা মজুত আছে৷ এমন কী, কোল ইন্ডিয়ার অধীনে থাকা যে কয়লা খনিগুলির সম্পূর্ণ খনন হয়নি, সেগুলিকেও ফের নিলামে তোলা হবে৷ যারা দ্রুত কয়লা খনন করতে পারবে, তাদের জন্য ইনসেনটিভ থাকছে। কোল বেড মিথেন উত্তোলনের ক্ষেত্রেও বেসরকারি সংস্থা অংশ নিতে পারবে। খনি এলাকায় উচ্ছেদের পুনর্বাসন বাবদ ৫০ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। আরও পড়ুন: Nirmala Sitharaman in 4th Trance of Economic Package: বিদেশি বিনিয়োগে ৭৪% ছাড়পত্র, অস্ত্র তৈরি হবে দেশেই, তবে বেসরকারিকরণ নয়; কেন্দ্রীয় অর্থমন্ত্রকের চতুর্থ দফার আর্থিক প্যাকেজ জানুন বিস্তারিত
এছাড়াও খনিজ সম্পদ খনন ও উত্তোলনেও বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানাল কেন্দ্রীয় সরকার। অ্যালুমিনিয়াম শিল্পকে বাড়াতে বক্সাইট ও কয়লা খনির যৌথ নিলাম করা হবে। ক্যাপটিভ ও নন-ক্যাপটিভ খনি আলাদা করা হবে। যাতে সম্পদের সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করা যায়। ৫০০টি খনি নিলাম করা হবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)