Uttarakhand: ধামি ধামে যোগী শো, চম্পওয়াত উপনির্বাচনে জিতে সিংহাসন ধরে রাখার লড়াই মুখ্যমন্ত্রীর পুষ্কর সিংয়ের
নিজে অনায়াসে জিতেছেন। এবার প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জেতাতে পথে নামলেন যোগী আদিত্যনাথ।
দেরাদুন, ২৮ মে: নিজে অনায়াসে জিতেছেন। এবার প্রতিবেশী রাজ্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জেতাতে পথে নামলেন যোগী আদিত্যনাথ। আগামী মঙ্গলবার উত্তরাখণ্ডের চাম্পাওয়াত উপনির্বাচনে মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি প্রার্থী। মুখ্যমন্ত্রী থাকতে হলে এই উপ নির্বাচনে তাঁকে জিততেই হবে। আর প্রচারের শেষবেলায় শনিবার যোগীকে পুষ্করকে জেতানোর বিরাট রোড শো-য়ে শো স্টপার হিসেবে দেখা গেল। ধামির মঞ্চে নজর কাড়লেন যোগী। যোগীকেই নিয়েই স্লোগান বেশি উঠল।
ক মাস আগে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্র খাতিমায় খারাপভাবে হারলেও কংগ্রেসকে উড়িয়ে বিজেপি ক্ষমতায় ফেরে। তবে ভোটে হারলেও পুষ্কর সিং ধামিকেই মুখ্যমন্ত্রী হিসেবে রেখে দেন অমিত শাহ-জেপি নাড্ডা-রা। ভোটের ক মাস আগে ক্ষমতায় আসা পুষ্কর সিং ধামি নিজে হারলেও বিজেপি-র জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নেন। এবার তাঁকে মুখ্যমন্ত্রী পদে রাখতে, চম্পওয়াতের বিজেপি বিধায়ক কৈলাশ গাহতোরি পদত্যাগ করেন। ফলে সেখানে উপনির্বাচনে প্রার্থী হয়ে জিতে মুখ্যমন্ত্রীর সিংহাসনটা মজবুত করতে চান ধামি।
ধামির প্রচারে যোগী আদিত্যনাথ, দেখুন ভিডিও
ঠিক যেভাবে ২০২১ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি-র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অল্প ব্যবধানে হারের পর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দেন, আর মমতা সেখান থেকে বিপুল ভোটে জিতে মুখ্যমন্ত্রী পদে থাকা নিশ্চিত করেন।
ধামির বিরুদ্ধে এই উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে রয়েছেন নির্মলা গাহোতরি। ক মাস আগে হওয়া নির্বাচনে চম্পওয়াত কেন্দ্রে পাঁচ হাজার ভোটে কংগ্রেসের হীমেশ খারকওয়ালের বিরুদ্ধে জিতেছিলেন বিজেপির কৈলাশ গাহতোরি। ক মাস আগে বিধানসভায় খাতিমা কেন্দ্রে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-কে প্রায় ৬ হাজার ভোটে হারিয়েছিলেন কংগ্রেসের ভূপেন চন্দ্র কাপরি। ২০২২ বিধানসভায় ৭০টি আসনের মধ্যে ৪৭টি-তে জিতেছিল বিজেপি, কংগ্রেস সেখানে মাত্র ১৯টি ও বিএসপি ও নির্দল প্রার্থীরা দুটি আসনে জেতে।