Mamata Banerjee: ইন্ডিয়া জোট বয়কট করলেও নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন মমতা, তাহলে কি ফাঁটল ধরছে জোটে?
বাজেট নিয়ে ইতিমধ্যেই বিরোধীতা শুরু করে দিয়েছে ইন্ডিয়া জোট। যে কারণে নীতি আয়োগের বৈঠক বাতিল করেছে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী।
বাজেট নিয়ে ইতিমধ্যেই বিরোধীতা শুরু করে দিয়েছে ইন্ডিয়া জোট। যে কারণে নীতি আয়োগের বৈঠক বাতিল করেছে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বৈঠক বাতিলের পথে না হেঁটে শুক্রবারই দিল্লিতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী শনিবার বৈঠক রয়েছে এবং তাতে যোগ দেবেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইন্ডিয়া জোট ছেড়ে কি তাহলে এবার এনডিএর হাত শক্ত করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী? তবে শুক্রবারই মমতা স্পষ্ট জানিয়ে দেন যে, আগেই কথা দিয়েছিলাম, সেই কারণে যাচ্ছি। ঝাড়খণ্ড থেকে হেমন্ত আসবেন বলে জানিয়েছেন। উনি ওনার রাজ্য নিয়ে কথা বলবেন আর আমি বাংলা সহ বাকি রাজ্যগুলি নিয়ে কথা বলবো।
শুক্রবার বিকেলেই দিল্লিতে আসনে বাংলার মুখ্যমন্ত্রী। যদিও আসার পর কোনও কথা বলেননি তিনি। তবে মমতাকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে না যাওয়ার অনুরোধ করা হয়ছিল। কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল বলেন, কেন্দ্র বাজেট নিয়ে বিভাজন করছে। গরীব, মধ্যবিত্তদের বিপদে ফেলার জন্যই এই বাজেট পেশ করা হয়েছে। তাই আমরা এর বিরোধীতা করছি। আশা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন না। যদিও জোটসঙ্গীদের কোনও অনুরোধ রাখলেন না তিনি। তাই এদিন সটান দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেন তৃণমূল সুপ্রিমো। তাহলে কী নতুন রাজনৈতিক সমীকরণ দেখে যেতে চলেছে আগামীকাল!
যদিও বাজেট পেশের পর কেন্দ্রের কড়া সমালোচনা করেছিলেন মমতা। তাঁর দাবি, কেন্দ্র বিরোধীশাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করেছে কেন্দ্র সরকার। এভাবে জনসারাধণকে বিপদে ফেলে কোনও লাভ নেই। কেন্দ্র সরকার বিমাতৃসুলভ আচরণ করেছে। প্রসঙ্গত, আগামীকালের এই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছে হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক, দিল্লি, পঞ্জাব, কেরল, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির মুখ্যমন্ত্রী। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন।