CM Arvind Kejriwal: আজ দিল্লির মসনদে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল, অনুপস্থিত প্রধানমন্ত্রী

রবিবার তৃতীবারের জন্য দিল্লির রামলীলা ময়দানে শপথ নেবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বিধায়কদের নিয়ে সকাল ১০ টায় উপস্থিত থাকবেন শপথ অনুষ্ঠানে। সঙ্গে থাকবেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই এবং কৈলাশ গেহলট। বিধানসভার ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসনে বিপুল ভোট জয় লাভ করে ফের দিল্লির মসনদে বসতে চলেছে আপ।

অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ১৬ ফেব্রুয়ারি: রবিবার তৃতীবারের জন্য দিল্লির রামলীলা ময়দানে (Ramleela Maidan) শপথ নেবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। তাঁর বিধায়কদের নিয়ে সকাল ১০ টায় উপস্থিত থাকবেন শপথ অনুষ্ঠানে (Oath Taking Ceremony)। সঙ্গে থাকবেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই এবং কৈলাশ গেহলট। বিধানসভার ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসনে বিপুল ভোট জয় লাভ করে ফের দিল্লির মসনদে বসতে চলেছে আপ।

এই রামলীলা ময়দানে আজ থেকে ৯ বছর আগে বর্তমান আপ নেতা আন্না হাজারের সঙ্গে ইন্ডিয়া এগেইনস্ট করাপশন-এ (India Against Corruption) যোগদান করেছিলেন। ২০১৩ এবং ২০১৫-র বিধানসভা শপথগ্রহণ অনুষ্ঠান যে রামলীলাতে হয়েছিল সেই একই জায়গায় এবারও অনুষ্ঠানটি হতে চলেছে। কেজরিওয়াল শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তাঁর বারাণসীতে কয়েকটি প্রকল্প উদ্বোধন করার জন্য আজ উপস্থিত পারবেন না। সকল বিধায়ক এবং বিজেপির ৮ টি আসনে জয়ী বিধায়কদেরও আমন্ত্রণ জানিয়েছেন। আরও পড়ুন, 'দিদিকে বলো'-র পর এবার 'বিজেপিকে বলো'

দিল্লির ৫০ টি ক্ষেত্রের প্রতিনিধি পাঠাবেন। যার মধ্যে থাকবেন দিল্লি নির্মাণ, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, ডোরস্টেপ ডেলিভারি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষক, সাফাই কর্মচারী, বাস মার্শালবং অন্যান্য। তবে বিশেষ আমন্ত্রণ রয়েছে 'বাচ্চা মাফলারম্যান' আভ্যান তোমরের। যে কিনা নির্বাচনের ফলের দিন সকলের নজর কেড়েছে। ইন্টারনেটের ভাষায়জাকে বলে ভাইরাল। নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা ময়দান চত্ত্বর। ৫,০০০ পুলিশ, ১২৫ টি সিসিটিভি, ১২ টি এলইডি স্ক্রিন এবং ৪৫,০০০ চেয়ারের আয়োজন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ওই এলাকার যান চলাচলও। রাজঘাট থেকে দিল্লি গেট, গুরু নানক দেব চৌক থেকে জেএলএন মার্গ-এ যান কলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ৮ তা থেকে দুপুর ২ টো পর্যন্ত এখানে ট্রাফিক কিছুটা ধাক্কা খাবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now