Rajasthan: স্কুল চলাকালিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রের, ময়নাতদন্তে বাধা দিল পরিবার

শনিবার মর্মান্তিক ঘটনা ঘটল রাজস্থানের দৌসা জেলায়। জানা যাচ্ছে, জন্মদিনের পরের দিন স্কুলে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে বছর ১৬-এর যতেন্দ্র উপাধ্যায় নামে এক কিশোরের।

জানা যাচ্ছে টিফিন পিরিয়ডে বন্ধুদের সঙ্গে গল্প করছিল সে। তখনই আচমকা মাথা ঘুরে পড়ে যায়। স্কুলের শিক্ষক ও কর্মীরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় বান্দিকুই জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে নিয়ে যেতে চায়। কিন্তু পরিবারের তরফ থেকে তাতে বাধা দেওয়া হয়।

পরিবারসূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণীর পড়ুয়া যতেন্দ্র দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিল এবং তাঁর চিকিৎসাও চলছিল। তবে এদিনের এই খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই মর্মাহত গোটা পরিবার। পরিবারের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে যে ছেলের স্বাভাবিক মৃত্যু হয়েছে ফলে দেহ ময়নাতদন্ত করার কোনও প্রয়োজন নেই। তাঁরা নিজেদের গ্রামেই ছেলের শেষকৃত্য সম্পন্ন করবেন।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এদিন স্কুলে আসার পর থেকে সবই ঠিকঠাক ছিল। যতেন্দ্র জন্মদিন স্কুলেই পালন করেছিল। সেই নিয়ে যথেষ্ট খুশিও ছিল। কিন্তু এদিনের ঘটনার পর যতেন্দ্রর সহপাঠীরা যথেষ্ট শোকস্তব্ধ। এখনও পর্যন্ত পুলিশ পরিবারের হাতে দেহটি তুলে দেয়নি বলেই খবর।



@endif