Citizenship Amendment Act: মার্চের প্রথম সপ্তাহে সিএএ কার্যকর হবে, সূত্র

এই আইনে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা ব্যক্তিরা ভারতীয় নাগরিকত্ব পাবেন।

প্রতীকী ছবি (File Image)

নয়াদিল্লি:  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি  জানিয়ে ছিলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করা হবে। সেইমতো মার্চের প্রথম সপ্তাহে নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) কার্যকর হবে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে খবর, আগামী মাসের প্রথম সপ্তাহে বা তার পরে যে কোনও দিন সিএএ-র নিয়মগুলি কার্যকর হবে, নিয়মগুলি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সিএএ আইনও কার্যকর হবে।

এই আইনে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা, ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈন ও খ্রিষ্টান যারা ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে ভারতে এসে বসবাস করছেন তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাবেন।

আরও পড়ুন: Bihar INDIA: বিহারে বিরোধী শিবিরে ভাঙন, দুই কংগ্রেস ও আরজেডি বিধায়কের বিজেপিতে যোগ

পুরো প্রক্রিয়াটি অনলাইনে হবে, আবেদনকারীদের অবশ্যই উল্লেখ করতে হবে যে তাঁরা ভ্রমণের নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছেন। আবেদনকারীদের কাছ থেকে কোনও নথি চাওয়া হবে না। এই আইনে কোনও ভারতীয়ের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান নেই।