Chinese PLA Soldier Held by Indian Army: লাদাখ সীমান্তের দেমচক এলাকায় এক চিনা সেনাকে আটক করল ভারতীয় সেনা
লাদাখ সীমান্তের দেমচক এলাকায় সোমবার এক চিনা সেনাকে আটক করল ভারতীয় সেনা। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাকে আটক করা হয় বলে জানায় ভারতীয় সেনা। ওই চিনা সেনার কাছে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়া যায়। সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)- এর হাতে তুলে দেওয়া হবে।
নতুন দিল্লি, ১৯ অক্টোবর: লাদাখ (Ladakh) সীমান্তের দেমচক এলাকায় সোমবার এক চিনা সেনাকে (Chinese Soldier) আটক করল ভারতীয় সেনা (Indian Army)। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাকে আটক করা হয় বলে জানায় ভারতীয় সেনা। ওই চিনা সেনার কাছে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়া যায়। সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)- এর হাতে তুলে দেওয়া হবে।
খবর অনুযায়ী, আটক পিএলএ সেনার নাম করপোরাল ওয়াং ইয়া লং। সোমবার লাদাখের পূর্বাঞ্চল দেমচকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে ঘোরাঘুরির সময় আটক করা হয় তাকে।
আরও পড়ুন, ছোট বড় সমস্ত পুজো প্যান্ডেলে 'নো এন্ট্রি'-র নির্দেশ হাইকোর্টের
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, চিনা সেনা চিকিৎসাধীন। তাকে অক্সিজেন, খাবার ও শীতের পোশাক দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, পিএলএ’র কাছ থেকে নিখোঁজ সেনার তথ্যের জন্য অনুরোধ জানানো হয়েছে।