Arunanchal Boy Found By China's PLA: অরুণাচল থেকে 'নিখোঁজ' ভারতীয় যুবকের খোঁজ পেয়েছে চিন, জানাল ভারতীয় সেনা
অরুণাচল প্রদেশ (Arunanchal Pradesh) থেকে 'নিখোঁজ' হওয়া ভারতীয় যুবকের খোঁজ মিলেছে। রবিবার ভারতীয় সেনাবাহিনী (Indian Army) বলেছে যে ওই যুবককে চিনের (China) পিপলস লিবারেশন আর্মি (PLA) খুঁজে পেয়েছে। ভারতীয় সেনার তেজপুরের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে (Lt Col Harshvardhan Pandey) এক বিবৃতিতে বলেছেন, "চিনা সেনাবাহিনী আমাদের জানিয়েছে যে তারা অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ একটি ছেলেকে খুঁজে পেয়েছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।"
তেজপুর, ২৩ জানুয়ারি: অরুণাচল প্রদেশ (Arunanchal Pradesh) থেকে 'নিখোঁজ' হওয়া ভারতীয় যুবকের খোঁজ মিলেছে। রবিবার ভারতীয় সেনাবাহিনী (Indian Army) বলেছে যে ওই যুবককে চিনের (China) পিপলস লিবারেশন আর্মি (PLA) খুঁজে পেয়েছে। ভারতীয় সেনার তেজপুরের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে (Lt Col Harshvardhan Pandey) এক বিবৃতিতে বলেছেন, "চিনা সেনাবাহিনী আমাদের জানিয়েছে যে তারা অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ একটি ছেলেকে খুঁজে পেয়েছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।"
২০ জানুয়ারি অরুণাচল প্রদেশের সাংসদ তাপির গাও (Tapir Gao) দাবি করেন, লুংটা জোর এলাকা থেকে জিডো ভিলের বাসিন্দা ১৭ বছর বয়সি শ মিরাম তারণকে (Sh Miram Taron) চিনা সেনারা অপহরণ করেছে। পূর্ব অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ জানিয়েছিলেন, ওই যুবককে মঙ্গলবার আপার সিয়াং জেলা থেকে অপহরণ করা হয়। তিনি আরও দাবি করেছিলেন যে যেখানে সাংপো নদী ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে, চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) ঠিক ওই জায়গা থেকেই দুই যুবককে অপহরণ করে।মিরামের বন্ধু জনি ইয়ায়িং কোনও রকমে চিনা বাহিনীর হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। ফিরে এসে বন্ধুর অপহরণ হয়ে যাওয়ার বিষয়টি সে জানায় স্থানীয় প্রশাসনকে।
ভারতীয় সেনাবাহিনী মিরামের অপহরণের খবর পেয়েই যোগাযোগ করেছিল চিনা সেনাবাহিনীর সঙ্গে। অরুণাচল সীমানা থেকে তার উধাও হয়ে যাওয়ার কথাও জানানো হয়েছিল পিএলএ-কে। বৃহস্পতিবার চিন জানিয়েছিল, এমন কোনও ঘটনা ঘটেছে বলে তাদের জানা নেই। যদিও, আজ তারা মিরামের খোঁজ পেয়েছে বলে জানাল।