Himanta Biswa Sarma On Child Marriage: ২০২৬ সালের মধ্যেই শিশু বিবাহ থেকে মুক্তি পাবে অসম, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার
২০২৬ সালের মধ্যেই অসম শিশু বিবাহের মতো ন্যাক্কারজনক ঘটনার থেকে মুক্ত হবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই এই কু-অভ্যাস আটকানোর জন্য প্রতি ৬ মাস অন্তর ৩ থেকে হাজার মানুষকে গ্রেফতার করা হবে বলেও বৃহস্পতিবার হুঁশিয়ারি দেন তিনি।
গুয়াহাটি: ২০২৬ সালের মধ্যেই অসম (Assam) শিশু বিবাহের (child marriages) মতো ন্যাক্কারজনক ঘটনার থেকে মুক্ত হবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Chief Minister Himanta Biswa Sarma)। সেই এই কু-অভ্যাস আটকানোর জন্য প্রতি ৬ মাস অন্তর ৩ থেকে হাজার মানুষকে গ্রেফতার করা (massive arrests) হবে বলেও বৃহস্পতিবার হুঁশিয়ারি দেন তিনি। আর যা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কীভাবে আগে থেকেই মুখ্যমন্ত্রী গ্রেফতারির সংখ্যা জেনে গেলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
গত কয়েকমাস ধরেই অসমে শিশু বিবাহ বন্ধের জন্য অভিযান চালাচ্ছে অসম সরকার। বিগত কয়েকদিনে এই ধরনের বিবাহের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অনেক মানুষকে গ্রেফতারও করা হয়েছে। বৃহস্পতিবার এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, "শিশু বিবাহ বন্ধ করার জন্য আমাদের যে অভিযান শুরু হয়েছে তাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যারা শিশু বিবাহ করতে যাবে তাদের বিরুদ্ধে পকসো আইনে (POCSO) মামলা করা হবে। প্রতি ৬ মাসে ৩ থেকে ৪ হাজার মানুষকে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার জেরে গ্রেফতার করা হবে। আমরা শিশু বিবাহের শিকার নাবালিকাদের পুর্নবাসনের ব্যবস্থা করেছি (rehabilitating victims)। আমরা ২০২৬ সালের মধ্যে অসমকে শিশু বিবাহ থেকে মুক্ত করার বিষয়ে নিশ্চিত। তখন একটিও শিশু বিবাহ হবে না রাজ্যে।" আরও পড়ুন: Indian Army Chopper Cheetah Crashes: অরুণাচলে ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার চিতা