Chhattisgarh: ছত্তিশগড়ে মাওবাদী-যৌথবাহিনীর লড়াই, পুলিশের গুলিতে মৃত ৬ মাওবাদী, উদ্ধার ৩৮ লক্ষ টাকার অস্ত্র
প্রসঙ্গত, গত ২রা জুন নারায়ণপুর জেলার দুরামি গ্রামের একটি মোবাইল টাওয়ারে আগুন ধরিয়েছিল মাওবাদীরা। তারপর থেকেই এলাকায় নজরদারি জারি ছিল। এরপর গোপন সূত্রে সেখানে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েই অভিযান চালায় যৌথবাহিনী।
ছত্তিশগড়ঃ পুলিশের সঙ্গে গুলির লড়াই, ছত্তিশগড়ে (Chhattisgarh) নিহত ৭ মাওবাদী (Naxalites )। শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুর (Narayanpur) জেলায় তল্লাশি চালায় ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গ্রুপ (ডিআরজি) এবং আইটিবিপির যৌথবাহিনী। অভিযান চলে শনিবার পর্যন্ত। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। তাতেই নিহত হয়েছেন ৬ মাওবাদী। আহত হয়েছেন ডিআরজির তিন জওয়ান। চিকিৎসার জন্য তাঁদের হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৩৮ লক্ষ টাকার অস্ত্র। নারায়ণপুরের পুলিশ সুপার প্রভাত কুমার জানিয়েছেন, শুক্রবার থেকে এই অভিযান শুরু হয়। অবুঝমাড় এলাকায় যৌথবাহনী ঢুকতেই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় ডিআরজি এবং আইটিবিপির জওয়ানেরাও। দু'পক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৬ মাওবাদীর। আহত দুই জওয়ান। প্রসঙ্গত, গত ২রা জুন নারায়ণপুর জেলার দুরামি গ্রামের একটি মোবাইল টাওয়ারে আগুন ধরিয়েছিল মাওবাদীরা। তারপর থেকেই এলাকায় নজরদারি জারি ছিল। এরপর গোপন সূত্রে সেখানে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়েই অভিযান চালায় যৌথবাহিনী।
এই খবরটিও পড়ুনঃ কীভাবে শপথ গ্রহণের দিনের শুভ সূচনা করলেন মোদী? দেখুন ভিডিয়ো