IPL Auction 2025 Live

Chhattisgarh Youth Congress: রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে রায়পুরে বিজেপি পার্টি অফিসের সামনে প্রবল বিক্ষোভ যুব কংগ্রেসের, দেখুন দুপক্ষের মারামারির ভিডিয়ো

শুক্রবার বিকেলে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে অবস্থিত বিজেপি পার্টি অফিসের সামনে প্রবল বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কর্মীরা।

Photo Credits: ANI

রায়পুর: মোদি পদবি বিতর্কে (Modi Surname Controversy) দোষী সাব্যস্ত করে সুরাটের আদালত (Surat's Court) ২ বছরের জেলের সাজা দিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Congress leader Rahul Gandhi)। এর জেরে শুক্রবার সাংসদ পদ খারিজ হয়েছে (disqualification as member of Parliament) ওয়ানাড়ের কংগ্রেস সাংসদের। তারপর থেকেই গোটা দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মী-সমর্থকরা।

শুক্রবার বিকেলে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে ছত্তিশগড়ের (Chhattisgarh) রাজধানী রায়পুরে (Raipur) অবস্থিত বিজেপি পার্টি অফিসের (BJP's party office) সামনে প্রবল বিক্ষোভ (protest) দেখান যুব কংগ্রেসের কর্মীরা (Youth Congress Members)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) কুশপুতুল পোড়ানোর সঙ্গে সঙ্গে বিজেপি পার্টি অফিসের বাইরে থাকা পোস্টার ও ব্যানারে কালো রং (black paint) লাগিয়ে দেয়।

দেখুন ভিডিয়ো:

পরে এই ঘটনাকে কেন্দ্র করে যুব কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায। একে অপরের বিরুদ্ধে পাথর ছুঁড়তেও দেখা যায় দু'পক্ষের কর্মীদের। আরও পড়ুন: Rahul Gandhi: রাহুলের বিরুদ্ধে শাস্তি না তুললে বড় আন্দোলনের হুঁশিয়ারি স্ট্যালিনের