Chhattisgarh: সুকমায় নিরাপত্তা কর্মী-মাওবাদী সংঘর্ষ, নিহত ২ মাওবাদী

ছত্তিশগড়ের সুকমায় মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মাওবাদী

ফাইল ফটো (Photo Credit: ANI)

ছত্তিশগড়ের সুকমার ভেজি এলাকায় ডিসট্রিক রিজার্ভ গার্ডের সঙ্গে সংঘর্ষে মৃত ২ মাওবাদী। এসপি সুনীল শর্মার নেতৃত্বে চলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা কর্মীরা।

এর আগে পয়লা মে নির্মানকার্য চলাকালীন দুটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিল মাওবাদীরা।ফুলবাগদি পুলিশ স্টেশন এলাকার কাছে ঘটেছিল এই ঘটনা। ৩ জন শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল ফুলবাগদি স্টেশনে।

সুকমায় মাওবাদীদের সঙ্গে অনেক সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে নিরাপত্তাকর্মীরা। এর আগেও বেশ কয়েকবার মাওবাদীদের পক্ষ থেকে হামলা করা হয়েছিল জওয়ানদের ওপর।তার প্রতি উত্তরও দেওয়া হয়েছিল জওয়ানদের তরফে।

 



@endif