IPL Auction 2025 Live

Chhattisgarh Road Accident: সাত সকালে পথ দুর্ঘটনা, বাস ও লরির সংঘর্ষে মৃত্যু ৭ জনের

বাস ও লরির সংঘর্ষে মৃত্যু হয় ৭ জনের। শনিবার সকালে পথ দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরের (Raipur) চেরি খেড়িতে। ওড়িশার গঞ্জাম থেকে গুজরাতের সুরত যাওয়ার পথে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই ৭ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস ও লরির সংঘর্ষে মৃত্যু ৭ জনের (Photo Credits: ANI)

রায়পুর, ৫ সেপ্টেম্বর: বাস ও লরির সংঘর্ষে মৃত্যু হয় ৭ জনের। শনিবার সকালে পথ দুর্ঘটনাটি (Road Accident) ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরের (Raipur) চেরি খেড়িতে। ওড়িশার গঞ্জাম থেকে গুজরাতের সুরত যাওয়ার পথে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থানেই ৭ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুরের পুলিশ আধিকারিক অজয় যাদব বলেন, বাসে মজুররা যাচ্ছিল। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। আরও পড়ুন: Earthquake in Maharashtra: কয়েক ঘণ্টার ব্যবধানে ২ বার কেঁপে উঠল মহারাষ্ট্র

গত মাসেও ছত্তিশগড়ের রায়পুরে একটি পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। সেবার একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় ৫৩ নম্বর জাতীয় সড়কে।