Chhattisgarh: গুলিতে ঝাঁঝরা ১০ মাওবাদী, সুকমা এনকাউন্টারের পর বন্দুক হাতে নাচ জওয়ানদের, দেখুন ভিডিয়ো

দান্তেওয়াড়ার কোরাজুগাড়া জঙ্গলে মাওবাদীদের সঙ্গে শুক্রবার সেনা জওয়ানদের গুলি লড়াই শুরু হয়। জানা যায়, ওই এলাকায় মাওবাদীদের একটি দল লুকিয়ে রয়েছে বলে আগে থেকেই সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিসার্ভ ফোর্সের কাছে খবর ছিল।

After Sukma Encounter Jawans Are Celebrating (Photo Credit: ANI/X)

রাইপুর, ২২ নভেম্বর: শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমার (Sukma) জঙ্গলে পরপর ১০ মাওবাদীকে (Maoist) খতম করেন সেনা জওয়ানরা। সুকমার জঙ্গলে একটানা লড়াইয়ের পর ১০ মাওবাদীকে খতম করেন ডিস্ট্রিক্ট রিসার্ভ ফোর্স এবং সিআরপিএফের জওয়ানরা। পরপর ১০ মাওবাদীকে খতমের পর নিজেদের মধ্যে উৎসবে মেতে ওঠেন জওয়ানরা। বন্দুক, রাইফেল হাতে নিয়ে নাচতে শুরু করেন তাঁরা। সুকমা এনকাউন্টার শেষ হলেই ওই জওয়ানদের বন্দুক হাতে নিয়েই নাচতে দেখা যায়।

প্রসঙ্গত দান্তেওয়াড়ার কোরাজুগাড়া জঙ্গলে মাওবাদীদের সঙ্গে শুক্রবার সেনা জওয়ানদের গুলি লড়াই শুরু হয়। জানা যায়, ওই এলাকায় মাওবাদীদের একটি দল লুকিয়ে রয়েছে বলে আগে থেকেই সিআরপিএফ এবং ডিস্ট্রিক্ট রিসার্ভ ফোর্সের কাছে খবর ছিল। সেই অনুযায়ী জওয়ানরা অভিযান শুরু করেন এবং ১০ মাওবাদীকে খতম করেন বলে জানান আইজি। এনকাউন্টারের পর তল্লাশি শুরু হবে এবং মাওবাদীদের পরিচয় মিলবে বলেও আইজি জানান সাংবাদিক সম্মেলনে।

আরও পড়ুন: Chhattisgarh Naxalite Encounter: ছত্তিশগড়ে এনকাউন্টারে নিহত ১০ জন মাওবাদী, বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র উদ্ধার

১০ মাওবাদীকে খতমের পর নাচ জওয়ানদের...

 

সুকমার এনকাউন্টারের পর মাওবাদীদের কাছ থেক ইনসাস রাইফেল, এ কে ৪৭, এসএলআর রাইফেলের মত একাধিক অস্ত্র উদ্ধার করেন সেনা জওয়ানরা।

শুক্রবার সুকমার আগে বৃহস্পতিতে ওড়িশার মালকানগিরিতে সেনা বাহিনী এবং মাওবাদীদের এনকাউন্টার শুরু হয়। যার জেরে এক মাওবাদীর নিহত হওয়ার খবর মেলে।



@endif